ভোট দিলেই পড়ছে বিজেপিতে,ইভিএমে কারচুপির অভিযোগ, উত্তেজনা দক্ষিণ কাঁথিতে



দক্ষিণ কাঁথির মাজনায় মক্তব প্রাথমিক বিদ্যালয়ে ইভিএমে কারচুপির অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন ভোটাররা। অভিযোগ, যেখানেই ভোট দেওয়া হোক ভোট গিয়ে পড়ছে বিজেপিতে। এমনকি ভোটকেন্দ্রের দরজাও বন্ধ রাখা হয়েছে। ইভিএমে কারচুপির অভিযোগ ওঠায় ভোটদান বন্ধ হয় ভোট।


যদিও প্রিসাইডিং অফিসার জানিয়েছেন, অভিযোগ সঠিক নয়। ভোটাররা ভিভিপ্যাট দেখেছেন। তা সত্ত্বেও বিক্ষোভ দেখানো হচ্ছে। বিক্ষোভের জেরে যেন কোনও রকমের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না নয় তাই বাধ্য হয়েই ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।


তৃণমূল দাবি তুলেছে, এই কেন্দ্রে এখনও পর্যন্ত যে ভোট পড়েছে, তা বাতিল করে ফের ভোটগ্রহণ করা হোক। মাজনা হাই মাদ্রাসা-র ভোটারদের একাংশের অভিযোগ, জোড়াফুলে বোতাম টিপলেই, ভোট যাচ্ছে পদ্মে। বিক্ষোভকারী ভোটারদের দাবি, ইভিএম মেশিন চেঞ্জ করতে হবে।


যদিও, এই অভিযোগ উড়িয়ে প্রিসাইডিং অফিরিয় বলেন, প্রথম ১০০টা মতো ভিভি প্যাট কাজ করেছিল, তারপর কাজ করেনি, তবে ভোট বদলের অভিযোগ ঠিক নয়।

ঘটনাস্থলে যান সেক্টর অফিসার। কমিশনের তরফে ইভিএম কারচুরির অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে। টেস্ট ভোট করানোর পর ফের ওই বুথগুলিতে ভোট প্রক্রিয়া শুরু হয়।