বিধানসভা এলাকার ভোটার হলেই করা যাবে পোলিং এজেন্ট। বিজ্ঞপ্তি জারি কমিশনের। চাপ সৃষ্টি করে নির্বাচন কমিশনের বিধি বদল করিয়েছে বিজেপি। অডিও ক্লিপ শুনিয়ে দাবি কুণাল ঘোষের।
_____________________________________________

পূর্ব মেদিনীপুরে বিজেপি নেতা প্রলয় পালকে ফোন করে ভোটে সাহায্য মমতার । কথোপকথনের অডিও ক্লিপ শুনিয়ে দাবি বিজেপির। 


বিজেপির কটাক্ষ, বিজেপির জেলা নেতার কাছে ভোট ভিক্ষা করছেন মুখ্যমন্ত্রী।
_____________________________________________

নন্দীগ্রামের থানা ঘেরাও তৃণমূলের। অভিযুক্তদের শাস্তির দাবি তুলে ঘেরাও।
__________________________________________

এগরায় বিজেপি প্রার্থীর এজেন্টের গাড়িতে হামলা, ভাঙচুর। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
__________________________________________

বান্দোয়ান বিধানসভার ২৬৪ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।
__________________________________________


কমিশনকে তোপ দেগে ট্যুইট তৃণমূলের। ট্যুইটে লেখা হয়, এটা কী চলছে! নির্বাচন কমিশন ব্যাখ্যা করুক, কীভাবে মাত্র পাঁচ মিনিটের মধ্যে ভোটদানের হার অর্ধেকেরও বেশি কমে গেল? এটা বিস্ময়কর! পশ্চিমবঙ্গের নির্বাচনী আধিকারিককে অনুরোধ, দ্রুত বিষয়টি দেখুন। 



----------------------------------------------------------------

নির্বাচন কমিশনের অফিসে গিয়ে ভোটগ্রহণ নিয়ে অসন্তোষ প্রকাশ তৃণমূলের প্রতিনিধি দলের। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে ১৫টি কেন্দ্রে প্রভাব খাটাচ্ছে সিআরপিএফ নালিশ তৃণমূলের। বহিরাগতরা অবাধে বুথে ঢুকছে ৷ ভোটদানের হার অর্ধেকের বেশি কমল কী করে ? এটা কী চলছে ? ব্যাখা করুক কমিশন ৷ অভিযোগ খতিয়ে দেখছে আইটি সেল ৷ কমিশন সূত্রে খবর ।



কিছুক্ষন পর পর রিফ্রেস করুন আর পেয়ে যান তাজা আপডেট 
----------------------------------------------------------------

----------------------------------------------------------------

তৃণমূল-বিজেপি সংঘর্ষ থামাতে গিয়ে বোমার আঘাতে জখম পটাশপুর থানার ওসি দীপককুমার চক্রবর্তী-সহ ২। দুজনকেই ভর্তি করা হয়েছে হাসপাতালে। গন্ডগোলের খবর পেয়ে রাত দেড়টা নাগাদ ঘটনাস্থলে যায় পটাশপুর থানার পুলিশ। বোমার আঘাত জখম হন পটাশপুর থানার ওসি ও এক কনস্টেবল। এই ঘটনায় পাকিস্তানি যোগ আছে বলে অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাতে কিছু পাকিস্তানি ফুলবাড়িতে গোলমাল করেছে। গোলমাল করেছে সিরিয়াতে। পটাশপুরে ওসিকে বোম মেরেছে পাকিস্তানিরা। এটা নির্বাচন কমিশনের দেখা উচিত।

----------------------------------------------------------------

বাংলার মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আহ্বান মমতার 



------------

ভোট দিলেই বিজেপিতে ভোট পড়ছে, অভিযোগে বিক্ষোভ ভোটারদের। 

ভোটগ্রহণ বন্ধ কাঁথি দক্ষিণের মাজিনায়।

ইভিএম কারচুপির অভিযোগ। 

----------------------------------------------------------------

১২৬ আসনের অসম বিধানসভার ৪৭ আসনে ভোটগ্রহণ শুরু হল। মোট তিন দফায় ভোটগ্রহণ হবে অসমে।

----------------------------------------------------------------

বিধানসভা নির্বাচনের প্রথম দফার দিনেই কেশিয়াড়িতে  মর্মান্তিক ঘটনা। একজন বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। যদিও পরিবার দাবি  কোনও রাজনৈতিক দলের সদস্য ছিলেন না। 

অন‍্যদিকে গেরুয়া শিবিরের দাবি, নিহত বিজেপির সমর্থক। পিটিয়ে মারার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী। 

এদিকে, জেলা প্রশাসন থেকে নির্বাচন কমিশনে জমা পড়া রিপোর্ট উল্লেখ রয়েছে, নির্বাচনের সঙ্গে সম্পর্ক নেই এই মৃত্যুর।

-------------------------------------------------------

ভগবানপুর বিধানসভার সাতশতমালে রাতভর বোমাবাজি। সূত্রের খবর, ত্ণমূল-বিজেপি সংঘর্ষ থামাতে গিয়ে বোমার আঘাতে জখম পটাশপুর থানার ওসি দীপককুমার চক্রবর্তী-সহ ২। হাসপাতালে ভর্তি দুজনেই। গন্ডগোলের খবর পেয়ে রাত দেড়টা নাগাদ ঘটনাস্থলে যায় পটাশপুর থানার পুলিশ। 

-----------------------------

করোনা বিধি মেনে ভোট। 

প্রতিটি বুথে থার্মাল স্ক্রিনিং থাকছে। 

বুথে ঢোকার আগে ভোটারদের শরীরের তাপমাত্রা পরীক্ষা হবে। 

তাপমাত্রা বেশি থাকলে তখনই বুথে প্রবেশের অনুমতি মিলবে না। 

বিকেল ৫ টা ৩০ মিনিট থেকে সন্ধ্যায় ৬ টা ৩০ মিনিট পর্যন্ত তাঁরা ভোট দিতে পারবেন। 

প্রয়োজনে পিপিই কিট পরতে হতে পারে।


Pic source: ANI
LIVE UPDATE: শুরু হয়ে গেল বাংলার প্রথম দফার ভোট গ্রহণ



২০২১ সালের বিধান সভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহন শুরু হল। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার ৩০ টি আসনে ১৯১ জন প্রার্থীর ভাগ্যনির্ধারণ আজ।