পুলিশ কন্সেটবল ২০১৯ -এর মেরিট লিস্ট প্রকাশ করলো বোর্ড
পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ বোর্ডের পুলিশ কন্সেটবল ২০১৯ -এর পূর্ণাঙ্গ মেরিট লিস্ট প্রকাশ করলো বোর্ড। ২০১৯-এর পুলিশ কন্সেটবল পদে নিয়োগের পরীক্ষা ফল প্রকাশ করে বোর্ড। এরপর শুরু হয় পরবর্তী প্রক্রিয়া। ভিআর, মেডিকেল ও জয়েনিং চলাকালীন প্রাথমিক পর্যায়ে বেশ কিছু প্রার্থী জয়েন করে। কিন্তু এরপর, দুর্নীতির অভিযোগ তুলে মামলা হয় হাইকোর্টে। সেই মামলার শুনানিতে সিঙ্গল বেঞ্চ পূর্ণাঙ্গ মেরিট লিস্ট প্রকাশের নির্দেশ দেয়। সেই নির্দেশ অনুসারেই গতকাল মেরিট লিস্ট প্রকাশ করে বোর্ড। জানা যাচ্ছে, বিচারপতি সৌমিত্র পালের নির্দেশেই এদিন ২০১৯ এর কন্সেটবলের তিনটি মেরিট লিস্ট প্রকাশ করে বোর্ড।
৮৪১৯টি শূন্যপদের জন্য ১২৭৮৬ জন প্রার্থী ইন্টারভিউয়ের জন্য শর্টলিস্টেড হয় এবং ১৫৭৪৬ জন নট শর্টলিস্টেড। যদিও জানা যাচ্ছে মামলার এখোনো নিস্পত্তি হয়নি। পরবর্তী পদক্ষেপ কি হবে সে বিষয়ে পুলিশ রিক্রুইটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে নজর দিন।
Category-wise merit list in respect of 8419 candidates recommended for appointment against existing vacancies vide memo no PRB/GC/2021-971
List of 12786 candidates shortlisted for interview for recruitment to the post of constable in west bengal police 2019 vide memo no PRB/GC/2021-972
List of 15743 candidates not shortlisted for interview for recruitment to the post of constable in west bengal police 2019 vide memo no PRB/GC/2021-973
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊