তৃণমূলের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য,

অভিযোগের তীর বিজেপির দিকে


তৃণমূলের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলো কালনার পিরতলা এলাকায়। অভিযোগের তীর বিজেপির দিকে। 



সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের দিন ঘোষনা করেছেন রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচনের দিন ঘোষনা হতেই প্রার্থী দের সমর্থনে ব্যানার পোস্টার লাগানো শুরু করেছে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলো।এরিমধ্যে ব্যানার পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠছে একে অপরের বিরুদ্ধে।এই ঘটনার বিষয় জানিয়ে স্থানীয় থানায় লিখিত অভিযোগও দায়ের করে একে অপরের বিরুদ্ধে। 



শনিবার পূর্ব বর্ধমান জেলার কালনা পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পীরতলা এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে লাগানো হয় পোস্টার। সেই পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠলো কালনা ১৩ নং ওয়ার্ডের বিজেপি কর্মী সমর্থক দের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা।