ফের ফর্মে সলমান, মুক্তি পাচ্ছে রাধে 



অবশেষে মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত ছবি রাধে। বলিউডের ভাইজান সলমান খান অভিনীত ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিটি ঈদেই মুক্তি পেতে চলেছে। সলমান খান নিজেই ছবিটির মুক্তির তারিখ ঘোষনা করেন। আগামী ১৩ই মে মুক্তি পাবে ছবিটি। 




ছবির পোস্টার শেয়ার করে সলমন লেখেন, 'কথা দিয়েছিলাম, ঈদেই আসব..কারণ একবার আমি যখন...'। আসলে সলমন তার সেই জনপ্রিয় সংলাপ, ‘একবার যখন আমি প্রতিশ্রুতিবদ্ধ হই, তখন নিজের কথাও শুনি না।’ স্মরণ করিয়ে দেন। 




প্রভু দেবা পরিচালিত ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’। ছবির নায়কের ভূমিকায় তো সলমান খান আর তাঁর নায়িকার ভূমিকায় রয়েছেন বলিউডের কিউট গার্ল দিশা পাটানি। এছাড়াও, জনপ্রিয় অভিনেতা রণদীপ হুডা ও জ্যাকি শ্রফকেও দেখা যাবে। 



লক ডাউনের জেরে ভাটা পড়েছে সিনেমাহলে। লকডাউনে মানুষ ওটিটি প্ল‍্যাটফর্মে মেতে গেছে। ফলে সিনেমাহলের হাল ফেরাতে চিত্র প্রদর্শকরা সলমানকে চিঠি দিয়ে সিনেমাহলে ছবিটি মুক্তির আবেদন করেন। নিজের জন্মদিনে কথাও দেন সলমান। অবশেষে ১৩ই মে সিনেমাহলেই মুক্তি পাচ্ছে দিশা পাটানি ও সলমান খান অভিনীত সিনেমা রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাইজান।