আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের জন্য বিশেষ অফার নিয়ে এল STATE BANK OF INDIA SBI




আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের জন্য বিশেষ অফার নিয়ে এল STATE BANK OF INDIA SBI





আজ আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের জন্য বিশেষ অফার নিয়ে এল STATE BANK OF INDIA । গৃহঋণের সুদের ক্ষেত্রে মহিলাদের জন্য আরও ছাড়ের ঘোষণা করল দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক STATE BANK OF INDIA । মহিলাদের ৫ বেসিস পয়েন্টের অতিরিক্ত বিশেষ ছাড় দিচ্ছে। সুদের হার শুরু হচ্ছে ৬.৭০ শতাংশ থেকে।




গত ১লা মার্চ গৃহ ঋনের ক্ষেত্রে ৭০ বেসিস পয়েন্টে ছাড় দেয় এসবিআই যার মেয়াদ ৩১শে মার্চ পর্যন্ত। এমনকি প্রসেসিং ফি-ও পুরো মকুব করার ঘোষণা করছিল এসবিআই। জানা গিয়েছে, ব্যাঙ্কের ইয়োনো অ্যাপের মাধ্যমে গৃহঋণের আবেদন করতে পারবেন গ্রাহকরা। একইসঙ্গে ইচ্ছুক মহিলারা গৃহঋণের সুদের হারে অতিরিক্ত ৫ বেসিস পয়েন্ট ছাড় পাবেন।




ঋণের পরিমাণ ও ঋণ-গ্রহীতার সিবিল স্কোর বিচার করেই এই বিশেষ ছাড় দেওয়া হবে বলেই খবর। বর্তমানে, ৭৫ লক্ষ টাকা ঋণ পর্যন্ত ৬.৭০ শতাংশ হারে এবং তার বেশি পরিমাণে ৬.৭৫ শতাংশ হারে সুদ নেয় স্টেট ব্যাঙ্ক। এদিকে আইসিআইসিআই, এইচডিএফসি, কোটাক মহিন্দ্র সহ একাধিক ব্যাঙ্ক তাদের গৃহঋণের সুদের হার কমিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ