স্বল্প মূল্যে ৪৮ মেগাপিক্সেলের স্মার্টফোন Samsung -এর, দেখুন দাম ও ফিচার
টেকনোলজির যুগে মোবাইলের সেরা কালেকশন হাতের মুঠোয় পেতে মানুষ। গেম থেকে সিনেমা, দূরদুরান্তের খবরাখবর থেকে সুন্দর মুহুর্ত ক্যামেরাবন্দি সবেতেই একটা জায়গা করে নিয়েছে মোবাইল ফোন। দিনের পর দিন নতুন ফিচার ও নতুন মডেলের মোবাইল ফোন নিয়ে আসছে মোবাইল সংস্থা গুলি। এবার নতুন M সিরিজ়ের ফোন নিয়ে বাজারে স্যামসাং। গ্যালাক্সি M12।তরুণ গ্রাহকদের পছন্দ মাথায় রেখে এই নয়া সংযোজন তাদের। Galaxy M12- #MonsterReloaded।
কোয়াড ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের।
আল্ট্রা ওয়াইড সেন্সরটি ৫ মেগাপিক্সেলের।
২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং
২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর।
সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের।
ডিসপ্লে রেট ৯০ Hz।
দু'ধরনের ফোন নিয়ে বাজারে এসেছে M12। একটিতে ৪GB RAM ও ৬৪GB স্টোরেজ। অন্যটি ৬GB RAM ও ১২৮GB স্টোরেজ।
ডিসপ্লে - ৬.৫ ইঞ্চি HD+ (৭২০x১,৬০০ পিক্সেল) ডিসপ্লে। অ্যাসপেক্ট রেশিও ২০:৯।
এক্সিনোস ৮৫০ SoC। ৬ জিবি RAM। ইন্টারনাল স্টোরেজ ১২৮ জিবি পর্যন্ত।
অ্যান্ড্রয়েডের ওয়ান UI কোর OS- রয়েছে ফোনটিতে।
ন্যানো ডুয়াল সিম স্লট।
ফোনটির ব্যাটারি ৬,০০০ mAh-এর।
4G LTE, ওয়াইফাই ৮০২.১১ b/g/n,
ব্লুটুথ ৫.০ জিপিএস/ A-জিপিএস,
USB টাইপ সি -C
হেডফোন জ্যাক ৩.৫ mm
একটি ১০,৯৯৯ টাক দামে পাওয়া যাচ্ছে।
আর অপরটি মডেলটির দাম পড়বে ১৩,৪৯৯ টাকা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊