বিধানসভা নির্বাচনে টিকিট দিলো না দল! মাথা ন্যাড়া করে অভিনব প্রতিবাদ  নেত্রীর



টিকিট না পেয়ে কার্যালয়ের সামনে মাথা ন্যাড়া করে অভিনব প্রতিবাদ কংগ্রেস নেত্রীর।কেরালা মহিলা কংগ্রেস নেত্রী লতিকা সুভাষ। 

আসন্ন বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে পদত্যাগ, দলীয় কার্যালয়ের সামনে মাথার চুল কেটে অভিনব প্রতিবাদ।


কংগ্রেস  কেরালা বিধানসভা নির্বাচনে টিকিট দেইনি তাকে। প্রার্থী হতে চেয়েছিলেন এট্টুমানুর বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু পূর্ণ হলো না আশা। ক্ষোভে পদত্যাগ করলেন কেরালার মহিলা কংগ্রেস নেত্রী লতিকা সুভাষ। শুধু পদত্যাগ নয়, দলীয় কার্যালয়ের সামনে মাথা ন্যাড়া করে অভিনব প্রতিবাদে নামলেন ৫৫ বছর বয়সী এই নেত্রী।


তার অভিযোগ; প্রার্থী তালিকায় যথেষ্ট সংখ্যায় মহিলা প্রতিনিধিত্ব নেই । এছাড়া তাঁর অভিযোগ, দীর্ঘ সময় ধরে যাঁরা কংগ্রেসের লড়াকু মহিলা কর্মী তাঁদের অবহেলা করেছে দল। ৮৬ টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস তার মধ্যে মাত্র ৯ জন মহিলা প্রার্থী। পদত্যাগের পাশাপাশি সুভাষ জানিয়েছেন তাঁর কোন পরিকল্পনা নেই অন্য দলে যোগ দেওয়ার বা নির্দল প্রার্থী হয়ে নির্বাচনে লড়াই করার।


উল্লেখ্য,কেরালা কংগ্রেসের রাজ্য সভাপতি মুলাপাল্লি রামচন্দ্রণ এই ঘটনার প্রতিক্রিয়ায় জানিয়েছেন।