শত্রুতার জেরে সর্বনাশ! রাতের অন্ধকারে ৪৫ বিঘা আলুর ক্ষেতে ‘ঘাসমারা’ বিষ প্রয়োগ, মাথায় হাত কৃষকদের
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: কারোর সঙ্গে ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে, কিন্তু তার জেরে ফসলের ওপর এমন নির্মম অত্যাচার! রাতের অন্ধকারে প্রায় ৪৫ বিঘা জমির আলুর ক্ষেতে আগাছানাশক (ঘাসমারা) বিষ প্রয়োগ করে বিঘা বিঘা ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের বেলতলা এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলতলা এলাকার চারজন কৃষক মিলে অন্যের জমি লিজ নিয়ে এই আলু চাষ শুরু করেছিলেন। প্রায় ২ লক্ষ টাকা দিয়ে জমি লিজ নেওয়া হয়েছিল এবং চাষের জন্য আরও কয়েক লক্ষ টাকা বিনিয়োগ করা হয়েছিল। আশা ছিল, ফলন ভালো হলে লাভের মুখ দেখবেন। কিন্তু একরাতের মধ্যেই সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল।
ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, গতকাল রাতে কে বা কারা শত্রুতা করে ওই ৪৫ বিঘা জমিতেই শক্তিশালী আগাছানাশক স্প্রে করে দেয়। সকালে জমিতে পরিচর্যা করতে গিয়ে কৃষকরা দেখেন, আলুর গাছগুলি নেতিয়ে পড়েছে এবং মরে যাচ্ছে। চোখের সামনে এই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁরা।
কৃষক আলিউল হক ও বাপ্পা জানান, "আমরা চারজন মিলে অনেক কষ্ট করে, ধারদেনা করে এই চাষ করেছিলাম। গতকাল রাতে কেউ বা কারা আমাদের সর্বনাশ করার জন্য জমিতে বিষ দিয়েছে। এখন আমরা কী করব, কীভাবে দেনা শোধ করব, কিছুই বুঝতে পারছি না।"
ঘটনার খবর পেয়ে এলাকায় ভিড় জমান স্থানীয়রা। স্থানীয় পঞ্চায়েত সদস্য রুম্পা বেগম এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, "এটা অত্যন্ত অমানবিক কাজ। যারা এই কাজ করেছে, তারা মানুষ হতে পারে না। আমি চাই প্রশাসন তদন্ত করে দোষীদের খুঁজে বের করুক এবং কঠোর শাস্তির ব্যবস্থা করুক।"
কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয়দের অনুমান, পূর্বপরিকল্পিতভাবেই এই ক্ষতি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানিয়েছেন, তাঁরা এই বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হবেন এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন। পুলিশি তদন্তের মাধ্যমেই দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊