নেটদুনিয়ায় উত্তেজনার পারদ চড়ালেন জ্যাকলিন ফার্নান্দিজ
বারে বারে টপলেস ছবি পোস্ট করতে অভ্যস্ত বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দিজ। এবার অর্ধনগ্ন ছবি পোস্ট করে উত্তেজনার পারদ চড়ালেন তিনি। ইনস্টাগ্রামে এই শ্রীলঙ্কান সুন্দরী ছবি শেয়ার করতেই নিমেষেই ভাইরাল। অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছে তাঁর সেই ছবি।
শনিবার ইনস্টাগ্রামে জ্যাকলিনের পোস্ট করা ছবিতে দেখা যায় ঊর্ধ্বাঙ্গে কোনও পোশাক নেই তাঁর। সুপারহট জ্যাকলিনকে দেখে মুগ্ধ নেটিজেনরা। ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘VAVA’। যে শব্দের অর্থ হল ‘অসম্ভব সেক্সি’।
সোফার উপর উপুড় হয়ে শুয়ে খোলা চুলে সাদা-কালো ছবিতেও নায়িকার ডার্ক আইলাইনার ও লিপস্টিক স্পষ্ট। এর আগেও বহুবার ইনস্টায় টপলেস ছবি পোস্ট করেছেন।
সম্প্রতি ভূত পুলিশ’-এর কাজ শেষ করেছেন নায়িকা, শ্রীলঙ্কার সুন্দরীকে দেখা যাবে অক্ষয়ের ‘বচ্চন পান্ডে’ এবং ‘রাম সেতু’- ছবিতে। এছাড়াও সলমনের সঙ্গে কিক ২ শুরুর অপেক্ষায় রয়েছেন। রণবীর সিং ও পূজা হেগড়ে অভিনীত সার্কাসেও দেখা যাবে তাঁকে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊