Latest News

6/recent/ticker-posts

Ad Code

প‍্যান, আধার, পিএফ-সহ একাধিক বিষয়ে কাল থেকে আসছে পরিবর্তন, জানুন বিস্তারিত



প‍্যান, আধার, পিএফ-সহ একাধিক বিষয়ে কাল থেকে আসছে পরিবর্তন, জানুন বিস্তারিত 




১ এপ্রিল নতুন আর্থিক বছরের সূচনা করবে এবং আয়কর পরিবর্তনের বেশ কয়েকটি পরিবর্তন আনবে। ফেব্রুয়ারিতে ২০২১ সালের কেন্দ্রীয় বাজেট উপস্থাপনের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিথারমন কিছু পরিবর্তন ঘোষণা করেছিলেন। এখানে পরিবর্তনগুলির একটি তালিকা যা আসন্ন আর্থিক বছর থেকে প্রবর্তিত হবে।




ইপিএফ করের বিধি

২০২১ সালের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সিথারমন প্রস্তাব করেছিলেন যে ভবিষ্যত্ তহবিলের প্রতি কর্মচারীদের অবদানের সুদ সর্বোচ্চ আড়াই লক্ষ টাকা অব্যাহতি দেওয়া হবে এবং এই সীমাটির উপরে অবদানের যে কোনও সুদের আয় কর্মীর হাতে করযোগ্য হবে। এই বিধানটি এপ্রিল 1, 2021 থেকে কার্যকর হবে।



টিডিএস 

গত বাজেটে অর্থমন্ত্রী সিতারমণ বেশি পরিমাণে টিডিএস ও টিসিএস কালেক্ট করার প্রস্তাব দিয়েছিলেন যাতে বেশি পরিমাণ লোক ইনকাম ট‍্যাক্স জমা করে। 




প্যান কার্ড

প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করলে প্যান নিষ্ক্রিয় হয়ে পড়বে। সেইসঙ্গে জরিমানাও দিতে হবে। প্যান কার্ড ও আধার সংযুক্তি না করানোর ক্ষেত্রে ১০০০ টাকা লেট ফাইন ধার্য করেছিল। 




চেকবুক

দেনা ব্যাঙ্ক, বিজয়া ব্যাঙ্ক, কর্পোরেশন ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ও এলাহাবাদ ব্যাঙ্কের পুরানো চেক বাতিল হচ্ছে। গ্রাহকদের নয়া চেকবুক নিতে হবে । তবে সিন্ডিকেট ব্যাঙ্কের চেকবুক ৩০ জুন পর্যন্ত বৈধ থাকবে। 


ইনকাম ট্যাক্স রিটার্ন

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২১-এর বাজেটে আয়কর নিয়ে বড়সড় ঘোষণা করেছিলেন। আগামীকাল ১ এপ্রিল থেকে ৭৫-এর বেশি বসয়ের প্রবীণ নাগরিকদের আয়কর রিটার্ন ফাইল করার ক্ষেত্রে ছাড় মিলবে। 



বিমান খরচ বৃদ্ধি 

ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বিমানবন্দরে নিরাপত্তা ফি বাড়িয়ে অভ্যন্তরীন উড়ানের যাত্রীদের সিকিউরিটি ফি ৪০ টাকা ও আন্তর্জাতিক যাত্রীদের ক্ষেত্রে এই ফি ১১৪.৩৮ টাকা বেড়েছে। বর্ধিত দাম ১ এপ্রিলের পর ইস্যু টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code