বিরোধীদের ঐক‍্যবদ্ধ হতে সোনিয়া, কেজরিওয়ালকে চিঠি মমতার 


বিজেপি বিরোধী সকল দলকে ঐক‍্যবদ্ধ হওয়ার আবেদন মমতার, চিঠি লিখলেন সোনীয়া, অরবিন্দ সহ একাধিক নেতাকে।  





পশ্চিমবঙ্গসহ বেশ কয়েকটি রাজ‍্য চলছে নির্বাচন। আর নির্বাচন পর্ব শেষ হলেই গণতন্ত্র বাঁচাতে সকল বিরোধীদের একজোট হওয়ার আহ্বান জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ‍্যায়। বুধবার দেশের প্রায় সব বিজেপি বিরোধী দলগুলির নেতাদের চিঠি দিয়ে ঐক‍্য‍বদ্ধ হওয়ার আবেদন জানালেন মমতা। 




কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী থেকে শুরু করে শরদ পাওয়ার, তেজস্বী যাদব, উদ্ধব ঠাকরে, অরবিন্দ কেজরিওয়াল, নবীব পট্টনায়কসহ একাধিক নেতাকে চিঠি লিখেছেন মমতা বন্দোপাধ‍্যায়। চিঠিতে মোদী সরকারকে নিশানা করেছেন তিনি। পাশাপাশি কেন্দ্র সরকার সিবিআই ও ইডিকে কাজে লাগাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। 





মমতা চিঠিতে লিখিছেন, বিজেপি যেভাবে সংবিধান এবং গণতন্ত্রের উপর আক্রমণ করছে তাতে আমি মনে করি আমাদের একজোট হয়ে লড়াই করা উচিত। তাঁর অভিযোগ স্বাধীনতার পর ভারতবর্ষে কোনওদিন শাসক দল এবং বিরোধীদের এই ধরনের সম্পর্ক হয়নি। রাজ্য সরকারের ক্ষমতাকে খর্ব করতে চায় একনায়ক তন্ত্র শাসন ব্যবস্থা কায়েম করতে চায় কেন্দ্র বলে অভিযোগ করে একজোট হয়ে লড়াই করার আহ্বান জানান মমতা। তিনি লেখেন, একসঙ্গে লড়াই করে বিকল্প কিছু মানুষের সামনে তুলে ধরতে পারলেই আমাদের জয় সম্ভব। পশ্চিমবঙ্গ সহ বাকি রাজ্যের নির্বাচন শেষ হয়ে গেলেই এই সংক্রান্ত আলোচনা করে পরিকল্পনা করার প্রস্তাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 


একইসঙ্গে ওই চিঠিতে রাজ্যপালের অফিসকেও রাজ্যের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, রাজ্যগুলিকে প্রাপ্য টাকাও দিচ্ছে না কেন্দ্র। যার ফলে রাজ্যগুলিতে উন্নয়নমূলক কাজ করা যাচ্ছে না।