Mamata Banerjee writes to leaders incl Sonia Gandhi, Sharad Pawar, MK Stalin, Tejashwi Yadav, Uddhav Thackeray, Arvind Kejriwal, Naveen Patnaik stating, "I strongly believe that the time has come for a united & effective struggle against BJP's attacks on democracy & Constitution" pic.twitter.com/OLp7tDm9pU
— ANI (@ANI) March 31, 2021
মমতা চিঠিতে লিখিছেন, বিজেপি যেভাবে সংবিধান এবং গণতন্ত্রের উপর আক্রমণ করছে তাতে আমি মনে করি আমাদের একজোট হয়ে লড়াই করা উচিত। তাঁর অভিযোগ স্বাধীনতার পর ভারতবর্ষে কোনওদিন শাসক দল এবং বিরোধীদের এই ধরনের সম্পর্ক হয়নি। রাজ্য সরকারের ক্ষমতাকে খর্ব করতে চায় একনায়ক তন্ত্র শাসন ব্যবস্থা কায়েম করতে চায় কেন্দ্র বলে অভিযোগ করে একজোট হয়ে লড়াই করার আহ্বান জানান মমতা। তিনি লেখেন, একসঙ্গে লড়াই করে বিকল্প কিছু মানুষের সামনে তুলে ধরতে পারলেই আমাদের জয় সম্ভব। পশ্চিমবঙ্গ সহ বাকি রাজ্যের নির্বাচন শেষ হয়ে গেলেই এই সংক্রান্ত আলোচনা করে পরিকল্পনা করার প্রস্তাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
একইসঙ্গে ওই চিঠিতে রাজ্যপালের অফিসকেও রাজ্যের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, রাজ্যগুলিকে প্রাপ্য টাকাও দিচ্ছে না কেন্দ্র। যার ফলে রাজ্যগুলিতে উন্নয়নমূলক কাজ করা যাচ্ছে না।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊