বিশ্ব নাট্য দিবস উপলক্ষ্যে ‘নকসা’ আয়োজিত নাট্য পরিবেশন

         


বিশ্ব নাট্য দিবস উপলক্ষ্যে ‘নকসা’ আয়োজিত নাট্য পরিবেশন



গোবরডাঙ্গা, উত্তর ২৪ পরগণা : 


বিশ্বনাট্য দিবস উপলক্ষ্যে গোবরডাঙ্গা সমাদ্দার পাড়ার বিচিত্রা সভা গৃহে অনুষ্ঠিত হল শিক্ষামূলক নাটক ‘ইয়েস’ ও ‘প্যাণ্ডেমিক’ নামক দুটি নাটক । 


নাটক দুটি উপস্থাপন করেন ‘নকশা’ নামক নাট্যগ্রুপ। নাটকের ডিরেক্টর ধ্বনিসুতা দাস বরাবরই ব্যতিক্রম ধর্মী নাট্য পরিবেশন করে গোবরডাঙ্গা এলাকায় পেশাদারি নাট্যকর্মী হিসেবে বেশ পরিচিত। 



প্যাণ্ডেমিক নাটকটি পরিবেশনের ক্ষেত্রে লকডাইন সমকালীন সময়ের পরিস্থিতিকে জীবন্ত আকারে তুলে ধরেছেন।রাজনৈতিক সমস্যাবলী, পরিযায়ী শ্রমিকদের দুর্দশা, পুলিশের অতিরিক্ত দাপাদাপি সাথে কালোবাজারি নাটকের মাধ্যমে যেন বাস্তবে ফিরে এসেছে।


দর্শকের হাততালিতে মঞ্চের কলাকুশলীরা অনুপ্রাণিত হয়ে একাত্ম হয়ে পড়েছিলেন নাট্য পরিবেশনে।


জানা যায় আজকে প্যাণ্ডেমিক নাটকটি পরিবেশন হবে ঠাকুরনগরে ‘কবি বিনয় মজুমদার স্মৃতি রক্ষা কমিটির’ সভাগৃহে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ