Latest News

6/recent/ticker-posts

Ad Code

'প্রথম দফায় ৩০টির মধ্যে ২৬টিতে জিতব': অমিত শাহ





'প্রথম দফায় ৩০টির মধ্যে ২৬টিতে জিতব': অমিত শাহ 


দিল্লিতে সাংবাদিক বৈঠক বৈঠক করে আজ আমিত শাহের দাবি বাংলার প্রথম দফার ৩০টি আসনের মধ্যে ২৬টিতেই জিতবে বিজেপি। 


তিনি বলেন, ‘বাংলায় তোষণ ও অনুপ্রবেশের রাজনীতি চরমে। রাজ্যে চলছে দুর্নীতির রাজনীতি। শাসক দল পাল্টেছে, বাংলার ভাগ্য একই রয়েছে।বাংলার উন্নতি সম্ভব, এই স্বপ্ন বিজেপি দেখিয়েছে।’
 

নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান অমিত শাহ  বলেছেন, ‘বাংলায় শান্তিপূর্ণ ভোট করাতে সফল নির্বাচন কমিশন। এজন্য আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ দেব। বোমা-গুলি মৃত্যু ছাড়া হয়েছে প্রথম দফার নির্বাচন।প্রথম পর্বের ভোট, ২০০ পার করার লক্ষ্য পূরণ করবে। বুথে কোনও গোলমাল হয়নি, এতেই তৃণমূলের সমস্যা হয়েছে।’


মা-মাটি-মানুষের সব দাবি অসার বলে দাবি করে অমিত শাহ নন্দীগ্রামে পরিবর্তন করার আহ্বান জানান। রাজ্যে পরিবর্তন এবার অবশ্যম্ভাবী। অমিত শাহ বলেছেন, নির্বাচন কমিশনের উপর কোনও চাপ তৈরি করেনি বিজেপি। ২ বিজেপি নেতার ফোন কে ট্যাপ করল? যা কথা ফোনে হয়েছে, তা লিখিত আকারে কমিশনকে দেওয়া হয়েছে। কেমন গণতন্ত্র চলছে রাজ্যে?’


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code