জাতীয় পুরস্কারে সম্মানিত প্রসেনজিৎ অভিনীত দুই বাংলা ছবি
একটা নয় দুই দুটো বাংলা ছবি জাতীয় পুরষ্কারে সম্মানিত হল এবছর। ৬৭তম জাতীয় পুরস্কারে সম্মানিতের তালিকায় রইল দুটি ছবি 'গুমনামি' ও 'জ্যেষ্ঠপুত্র'। সেরা বাংলা ছবি হিসেবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'গুমনামি' ও সেরা অ্যাডপটেড চিত্রনাট্য হিসেবে পুরষ্কারও জিতে নিয়েছে 'গুমনামি'। সেরা স্ক্রিনপ্লে অরিজিনালের পুরষ্কার জিতে নিয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'জ্যেষ্ঠপুত্র'। এই ছবির জন্যই সেরা আবহসঙ্গীতের পুরষ্কার জিতেছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। দুটি ছবিতেই মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দুই ছবিই মোট চারটি জাতীয় পুরষ্কার জিতেছে।
দুটো ছবিতেই মুখ্য ভূমিকায় ছিলেন প্রসেনজিৎ। আর দুই উল্লেখযোগ্য চরিত্র নেতাজি ও ইন্দ্রজিৎ এর চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। যা তাঁর কাছে চিরস্মরণীয় বলেই জানাচ্ছেন তিনি। তিনি বলেন, দুটোই আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ চরিত্র। গুমনামি ছবির নেতাজি সুভাষ চন্দ্র বোসের চরিত্র আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আর জ্যেষ্ঠপুত্র আমার, ঋত্বিকের আর কৌশিকের একসঙ্গে করা খুব ভালো একটা কাজ। আমি এই দুটো ছবির সঙ্গে যুক্ত থাকতে পারা আমার কাছে আশীর্বাদ। এটা বাংলা ছবির জয়।'
নেতাজির অন্তর্ধান রহস্য় বিকৃতি করার অভিযোগ উঠেছিল গুমনামি ঘিরে। মুক্তির আগেই সেই বিতরকে জড়ায় গুমনামি। পরিচালক দাবি করেছিলেন, নেতাজির অন্তর্ধানের পিছনে থাকা তিনটি ভিন্ন ভিন্ন মতকে সমান গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। এগুলির মধ্যে কোনটা সত্য, তা দর্শকদের বিচারের ওপরেই ছেড়ে দিয়েছিলেন পরিচালক। 'গুমনামি' মুক্তির পর অবশ্য এই ছবি দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছিল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊