পাহাড়ের ৩টি আসনের জন্য প্রার্থী ঘোষণা করল বিজেপি।



পাহাড়ের ৩টি আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। পাহাড়ের রাজনৈতিক সমীকরণ বিশেষ ফোকাসে রয়েছে এবছরের বিধানসভা নির্বাচনে। এই তিন আসনে প্রার্থী দেয়নি তৃণমূল কংগ্রেস। বন্ধুদের জন্য ছাড়া হয়েছে বলেই জানানো হয়েছিল। এর আগে বিনয় তামাং গোষ্ঠী তিন আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে জানায়, কারও সাথে জোট নয় তবে সমতলে তৃনমূলকেই সমর্থন করবেন তারা।




পাহাড়ের ৩টি আসনের জন্য প্রার্থী ঘোষণা করল বিজেপি।

দার্জিলিংয়ে প্রার্থী হচ্ছে নীরজ লাম্বা। উনি প্রাক্তন বিধায়ক।

কার্সিয়ংয়ে প্রার্থী হচ্ছেন বিষ্ণু প্রসাদ শর্মা।

কালিম্পংয়ে প্রার্থী হচ্ছেন সুভা প্রধান।




এদিকে আজ পাহাড়ের আসনগুলিতে প্রার্থীদের নাম ঘোষণা করবেন বিমল গুরুং। সব মিলিয়ে নির্বাচনী লড়াই পাহাড়ে তুঙ্গে। এদিকে, প্রায় সাড়ে ৩ বছরের মাথায় জনসমক্ষে এসে বিজেপির সঙ্গে গাঁটছড়া ছিন্ন করার কথা ঘোষণা করেন বিমল গুরুং। বিজেপির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে বিধানসভা ভোটে তৃণমূলকে সমর্থনের কথা জানান তিনি। মোর্চার দুই গোষ্ঠীর মধ্যেই লড়াইয়ের উত্তেজনা চরমে। কারণ, বিমল গুরুংয়ের সঙ্গে একসাথে কাজ করা সম্ভব নয় বলেও জানিয়েছিলেন বিনয় তামাং।