বলিউডে এন্ট্রি সঞ্জয় কাপুরের মেয়ে  শানায়ার 

credit:twitter



করণ জোহর গত কয়েক বছরে পরিচালক বা চলচ্চিত্র নির্মাতার চেয়ে বেশি স্টারকিডস দের চলচ্চিত্রে এনে জনপ্রিয়তা অর্জন করেছেন। আলিয়া ভট্ট, বরুণ ধাওয়ান, জাহ্নভী কাপুর, অনন্যা পান্ডে সহ বেশ কয়েকজন স্টারকিড ইতিমধ্যে জনপ্রিয়তার শিখর ছুঁয়েছে। 
credit:twitter


এবার করণ জোহর সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুরকে সিনেমায় নিয়ে আসছেন। করণ জোহরের ধর্ম প্রোডাকশনের মাধ্যমে বলিউডে অভিষেক হতে চলেছে সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুরের।



করণ জোহর সম্প্রতি একটি প্রডাকশন হাউসের পাশাপাশি নিজস্ব প্রতিভা পরিচালন সংস্থা শুরু করেছেন। যার অধীনে তিনি শানায়াকে তার ছবিতে জায়গা দিয়েছেন। শানায়া জুলাইয়ে তার প্রথম ছবির শুটিং করবেন। তবে করণ জোহর ছবিটি সম্পর্কে আর কোনও বিবরণ দেননি। শানায়া কাপুর জাহ্নভী কাপুরের কাজিন এবং এখন তিনি বলিউডে এন্ট্রি করতে চলেছেন।

করণ জোহর শানায়া কাপুরের গ্ল্যামারাস ভিডিও ও ছবি শেয়ার করেছেন। এতেই মজেছে নেট দুনিয়া।