নীশিথের সমর্থনে দিনহাটায় আসছেন পর্দার মিঠুন চক্রবর্তী
মোদীর ব্রিগেডে গেরুয়া শিবিরে নিজেকে অন্তর্ভুক্ত করেছেন পর্দার এমএলএ মিঠুন চক্রবর্তী। বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে রোড শো, সভা করে প্রচারে নেমেছেন মহাগুরু। এবার দিনহাটা ৭নং বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী নীশিথ প্রামানিকের সমর্থনে জনসভা করতে আসছেন মিঠুন।
বিধানসভা নির্বাচনে ৭নং বিধানসভা কেন্দ্র কোচবিহারের দিনহাটায় বিজেপি প্রার্থী কোচবিহার জেলার সাংসদ নীশিথ প্রামানিক। তাঁর বিপরীতে রয়েছে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। এবং বাম কংগ্রেস সংযুক্ত মোর্চার প্রার্থী আব্দুল রউফ। ইতিমধ্যে প্রার্থীরা সকলেই প্রচারের কাজে নেমে পড়েছে। চলছে প্রচার।
বলা হয়ে থাকে দিনহাটা উদয়নের গড়। সেই গড়ে কতটা সাফল্য পাবে নীশিথ? এখন সেটাই দেখার। একদিকে খোদ দিনহাটা শহরের প্রবীন নেতা উদয়ন গুহ অন্যদিকে ভেটাগুড়ির বাসিন্দা কোচবিহার জেলার সাংসদ নীশিথ প্রামানিক। হাড্ডাহাড্ডি ভোট লড়াই। সেই লড়াইয়ের মঞ্চে বিজেপির ভিত আরো পোক্ত করতে মাঠে এবার মহাগুরু মিঠুন চক্রবর্তী। আগামী ৩১শে মার্চ বুধবার খাড়ুভাজ এলাকার টেপরাইয়ে জনসভা করতে আসছেন মিঠুন। এদিন দুপুর ১২টায় মিঠুনের জনসভা। সূত্রের খবর ইতিমধ্যে জোর প্রস্তুতি আরম্ভ হয়ে গেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊