Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্বল্প পোশাকে হট অবতারে, কাকে I LOVE YOU বললেন মধুমিতা



হট অবতারে, কাকে I LOVE YOU বললেন মধুমিতা



হট অবতারে সেক্সি লুকে অনবরত ধরা দেয় মধুমিতা। তাঁর শারিরীক উষ্ণতা টেক্কা দিতে পারে বলিউডের সাথে। উন্মুক্ত ক্লিভেজের গভীর খাঁজ থেকে অনাবৃত উরু সবেতেই বাড়তি উত্তাপ ছড়াচ্ছেন মধুমিতা। নতুন নায়িকার তালিকায় টলিউডে তিনিই এখন বেশ জনপ্রিয়। হট অবতারে সাহসিকতা দেখিয়ে চলেছেন বারেবারে।




জীবনের কঠিন অধ‍্যায়ে তিনি বিচ্ছেদ হয়েছে। বিবাহ বিচ্ছেদের পর কেটে বহুদিন। রিল লাইফের সম্পর্ক রিয়েল লাইফে পরিণতি পায় বছর ৪ আগে অর্থাৎ ২০১৫ সালে বিবাহ বন্ধনীতে আবদ্ধ হন মধুমিতা সরকার এবং সৌরভ চক্রবর্তী। কিন্তু সেখান থেকে বেরিয়ে চুটিয়ে মস্তি করছেন তিনি। সম্প্রতি খোলামেলা পোশাকে ভিডিও শেয়ার করে আই লভ ইউ বলছেন নায়িকা। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে ভিডিও। কাকে বললেন আই লভ ইউ? তবে কি নতুন কোনও সম্পর্কে জড়িয়েছেন নায়িকা চলছে ভক্তদের মধ‍্যে জল্পনা। 




কালো রঙের ফিনফিনে টপ, নো মেক আপ লুকেই সিক্রেট জানতে চাও বলে আই লভ ইউ বলছেন মধুমিতা। সম্প্রতি টলিউডে নায়িকার নতুন প্রেম নিয়ে চলছিল কানাকানি। তবে কি এবার প্রকাশ‍্যে আসছে সেই প্রেম? 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code