নিমতা কাণ্ডে বিজেপি কর্মীর মায়ের মৃত্যু নিয়ে সহমর্মিতা দেখানোর পাশাপাশি অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ মমতার 



নিমতায় আক্রান্ত বিজেপি কর্মীর মায়ের মৃত্যু নিয়ে মুখ খুললেন মমতা। সহমর্মিতা দেখানোর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ। 

 বলেন, ‘যদি কোনও বোন মারা যায়, কীভাবে, কেন জানি না, তবে যে কোনও মৃত্যু দুঃখজনক। বাংলায় আমরা মৃত্যুকে ভালোবাসি না। কিন্তু একটা মৃত্যু নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটে বলছে দেখো বঙ্গাল কা কেয়া হাল হ্যা, আমি জানতে চাই ইউপি কা কেয়া হাল হ্যা, হাথরাসকা কেয়া হাল হে, এমপিকা কেয়া হাল হ্যা।“

২৬ ফেব্রুয়ারি, ভোটের নির্ঘণ্ট ঘোষণার রাতে নিমতায় বাড়িতে ঢুকে বিজেপি কর্মী ও তাঁর মাকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। হাসপাতালে ভর্তি ছিলেন বৃদ্ধা। তিনদিন আগে বাড়িতে ফেরেন।গেরুয়া শিবিরের অভিযোগ, ওই ঘটনার জেরেই বৃদ্ধার মৃত্যু হয়েছে। 


WB ELECTION LIVE UPDATE: 

ঠাকুরচকে পৌঁছে প্রথম জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  ঠাকুরচকে তিনি বলেন, ‘বিজেপিকে ভোট দিলে আপনাকে দেশ ছাড়া হতে হবে, বাইরের গুন্ডারা দখল করবে, আর তৃণমূলকে ভোট দিলে দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেবে।’ 


তিনি বলেন, ‘নন্দীগ্রাম লড়াই করতে দিয়েছিলাম এই কারণে যে নন্দীগ্রাম আমার প্রিয় ছিল, নন্দীগ্রামে যখন প্রথম আন্দোলন ছিল কে ছিল আপনাদের পাশে, বাপ-ব্যাটাকে দেখা যায়নি, ১৫ দিন পরে এসেছে।’


তিনি বলেন, ‘ কমিশন দেখছে আইনশৃঙ্খলা, এই কদিনে আমাদের তিনজন কর্মী খুন হয়েছে বিজেপির হাতে, বিজেপির একজন সুইসাইড করেছিল কোচবিহারে পোস্টমর্টেম রিপোর্টে টা দেখা গেছে, তা নিয়ে ১০ কিমি মিছিল করল, আমাদের ক্ষেত্রে কোনও বিচার হল না।’গুন্ডামি করে কারা যে দেখে জেতার আশা নেই, ম্যাচ শুরুর আগেই হেরে বসে আছে, সবার গুন্ডামির প্রয়োজন পড়ে না।’


তিনি বলেন, ‘ নন্দীগ্রাম আন্দোলনের সময় কোথায় ছিল ওরা? একজন ১০টি পদ পেয়েছে। এখন বাঁচতে বিজেপিতে গেছে।’












হুইলচেয়ার করেই নন্দীগ্রামে রোড শো মমতার 




১ এপ্রিল নন্দীগ্রামে ভোট। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী। তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। বাম- কংগ্রেস- আইএসএফ জোট প্রার্থী মীনাক্ষী। আজ আজ নন্দীগ্রামে রোড শো করবেন ও তিনটি জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ক্ষুদিরাম মোড় থেকে ঠাকুরচক পর্যন্ত রোড শো দিয়ে শুরু প্রচার। হুইলচেয়ারে চড়েই চলছে প্রচার।ঠাকুরচকে পৌঁছে প্রথম জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় ও তৃতীয় জনসভা রয়েছে বয়াল ও আমদাবাদে।





WB ELECTION LIVE UPDATE: 


সাংবাদিক বৈঠক করে রাজ্যে চলা হিংসা নিতে তোপ দাগলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়