মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করে কালো পাহাড়িতে চাদর চড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ
প্রতিনিধি সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-
মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করে কালো পাহাড়ি পীড় স্থানে চাদর চড়ালেন পূর্বস্থলি দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী পূর্ব বর্ধমান জেলার ভূমিপুত্র স্বপন দেবনাথ।বৃহস্পতিবার সকালে তৃণমূলের ইস্তাহার প্রকাশ করেন মন্ত্রী স্বপন দেবনাথ। ইস্তাহার প্রকাশের পর বর্ধমান বিসিরোড কালো পাহাড়ি পীড় স্থানে চাদর চড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ।
কালো পাহাড়ি পীড় স্থানে চাদর চড়ানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বপন দেবনাথ বলেন সর্বধর্ম বিশ্বাসী আমরা।তাই যেমন মন্দিরে, মসজিদে যাই তেমন কৃষচানদের চার্চেও যাই। আজকে মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনার পাশাপাশি সকল মানুষের সুস্থতা কামনা করেন কালো পাহাড়ি পীড় স্থানে চাদর চড়ালেন স্বপন দেবনাথ। স্বপন বাবু বলেন বর্ধমানে পড়াশোনার সময় বর্ধমানের সর্ব্বমঙ্গলা মন্দির, খক্কর শাহের পীর স্থান, কালো পাহাড়ি পীর স্থানে আসা যাওয়া ছিলো।শুধু নির্বাচন নয় সবসময় তিনি সব মন্দির মসজিদে পূজো দেন স্বপন দেবনাথ।
মুখ্যমন্ত্রীর আরোগ্য কামধা করে কালো পাহাড়িতে চাদর চড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ
Posted by Sangbad Ekalavya on Friday, March 19, 2021
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊