প্রকাশিত হল গেট ২০২১-এর ফলাফল


গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (গেট) ২০২১-এর ফল প্রকাশ করল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বে।

প্রার্থীরা এনরোলমেন্ট আইডি/ইমেল অ্যাড্রেস ও পাসওয়ার্ড ব্যবহার করে নিজের ফল জানতে পারবেন।

পরীক্ষার্থীদের গেট স্কোর, সর্বভারতীয় র‌্যাঙ্ক, ১০০-র মধ্যে প্রাপ্ত নম্বর, কোয়ালিফাইং নম্বর ও পরীক্ষার্থীদের অন্যান্য বিষয় বিস্তারিত দেওয়া আছে ফলাফলে।

ফলাফল জানতে gate.iitb.ac.in -এ যেতে হবে।

গেট ২০২১ কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা হিসেবে গত ৬,৭,১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাবজেক্ট পেপারগুলির পরীক্ষা নেওয়া হয়েছিল গেট ২০২১।

ফল জানতে-

গেট অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করুন

জিওএপিএস পোর্টাল লিঙ্কে ক্লিক করতে হবে

গেট এনরোলমেন্ট আইডি/ইমেল আইডি ও পাসওয়ার্ড এন্টার করতে হবে

এরপর সাবমিট-এ ক্লিক করতে হবে

এরপরেই আপনি আপনার গেট ২০২১ ফলাফল জানতে পারবেন

ফলাফল ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন।