সৌরভকে বলো, অভিনব ভোট প্রচারে তৃণমূল প্রার্থী ডঃ সৌরভ চক্রবর্তী,
মানুষের সমস্যা সমাধানে তৃণমূল কংগ্রেসের দিদিকে বলো ক্যাম্পেন সফল হয়েছিল।এবার সেই কর্মসূচিকে অনুসরণ করে আগামী বিধানসভা নির্বাচনে অভিনব কায়দায় প্রচার করা শুরু করতে চলছে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ডঃ সৌরভ চক্রবর্তী।শনিবার সকাল ন'টা থেকে 'সৌরভকে বলো' কর্মসূচির সূচনা করতে চলেছেন সৌরভ বাবু।সাধারণ মানুষের যে কোন সমস্যা তারা ৭৩৬৫৯৬৫০৬০ এই নম্বরে জানাতে পারবেন সোজাসুজি বর্তমান বিধায়ককে।
সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ফোন করে অথবা হোয়ার্টস আপের মাধ্যমে।এবং সৌরভ বাবু সেই সমস্যা সমাধান করবার চেষ্টাও করবেন।শুক্রবার জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিকদের সামনে একথা জানান ডঃ সৌরভ চক্রবর্তী।নির্বাচনের পূর্বে এরূপ এক কর্মসূচি সৌরভ বাবুর এই কর্মসূচি তাকে এবং তৃণমূল কংগ্রেসকে এক্সট্রা মাইলেজ দেবে বলে মত অনেক রাজনৈতিক বিশেষজ্ঞর।
প্রসঙ্গত, আগামী ২৭শে মার্চ থেকে রাজ্যে শুরু নির্বাচন। আট দফায় হবে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে দলগুলি প্রার্থী তালিকা প্রকাশ করেছে। শুরু হয়েছে প্রচার। দেওয়াল লিখন, মিছিল মিটিং করে চলছে প্রচারের কাজ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊