নির্বাচনী ইস্তেহার প্রকাশ তৃণমূলের, রয়েছে একাধিক চমক 



তৃণমূলের আনুষ্ঠানিক ইস্তেহার প্রকাশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট থেকে ইস্তেহার প্রকাশ করে মমতা বলেন, 'রাজনৈতিক ইস্তেহার নয়, এটা উন্নয়নমূলক ইস্তেহার'। এই ইস্তেহার মানুষের দ্বারা, মানুষের জন্য, মানুষের তৈরি, বলেন মমতা। তিনি জানিয়েছেন, ‘২০১১-য় ক্ষমতায় আসার পর থেকে ১১০ শতাংশ কাজ করেছি। যে কাজ করেছি, সারা পৃথিবীর নজর কেড়েছে। কন্যাশ্রীকে ইউনিসেফ ১ নম্বর প্রকল্পের পুরস্কার দিয়েছে। ১০০ দিনের কাজে আমরাই দেশের মধ্যে প্রথম। বার্ষিক ৫ লক্ষ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে।’




বছরে চার বার দুয়ারে সরকার।

  • ১৮ বছরের ঊর্ধ্বে জাত-ধর্ম নির্বিশেষে বিধবা ভাতা।
  • দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেওয়া হবে। দেড় কোটি পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে রেশন।
  • বাংলার প্রতিটি পরিবারকে স্বাবলম্বী করতে ১.৬ কোটি পরিবারের কর্ত্রীকে মাসিক ৫০০ টাকা।
  • তফসিলি পরিবারকে বছরে ১২ হাজার টাকা দেওয়া হবে।
  • কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী প্রকল্প চলবে।
  • কৃষক বন্ধু প্রকল্পে ৬৮ লক্ষ কৃষককে প্রতি বছর দশ হাজার টাকা দেওয়া হবে।
  • ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড। কোনও জামিনদার লাগবে না। সরকার-ই জামিনদার। ১০ লক্ষ টাকা ঋণ মিলবে মাত্র ৪ শতাংশ সুদে।


  • মে মাস থেকে বিধবাদের ১,০০০ টাকা করে ভাতা।
  • মণ্ডল কমিশনের রিপোর্ট কার্যকর করতে বিশেষ টাস্ক ফোর্স।
  • মাহিষ্য, তিলি, তামুলি, সাহা, কিষাণদের ওবিসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত করা হবে।
  • ১০ লক্ষ এমএসএমই (MSME) ইউনিট গড়ে তোলা হবে।
  • বড় শিল্পে ৫ লক্ষ কোটি বিনিয়োগ করা হবে।
  • ৫ লক্ষ নতুন কর্মসংস্থান হবে। বেকারত্বের হার কমিয়ে অর্ধেক করা হবে।
  • দারিদ্রসীমার নিচে থাকা মানুষের সংখ্যা ২০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হবে।
  • ২৫ লক্ষ বাড়ি তৈরির অঙ্গীকার।
  • পাহাড়ে বিশেষ উন্নয়ন বোর্ড গঠন করা হবে।
  • মেয়েদের জন্য আরও বেশি স্কুল কলেজ তৈরি হবে।
  • যাঁরা সংরক্ষণের আওতায় নেই সেইসব গরিব পরিবারকেও মাসে ৫০০ টাকা করে দেওয়া হবে।

এ দিন মমতা বলেন,'সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মেলবন্ধন করেছি ইস্তাহারে। রামকৃষ্ণের যত মত, তত পথকে আদর্শ করে আমরা চলতে চাই। বাংলায় কখনও ভাগাভাগি হয়নি। জীবনেও হয়নি। সে জন্যে বিজেপিকে রোখা দরকার।' এরপরই সরাসরি ভোট প্রার্থনা করেন তিনি। বাম সমর্থকদের উদ্দেশে তৃণমূল নেত্রী বলেন,'যে বামপন্থী বন্ধুরা 'নো ভোট টু বিজেপি' বলছেন,তাঁদের অভিনন্দন জানাই। তাঁরা তো ক্ষমতায় আসতে পারবেন না। তাঁদের একটা গুরুত্বপূর্ণ ভোট অন্য দলকে দিয়ে নষ্ট করবেন না। তৃণমূলকে দিন।'