অভিনব কায়দায় প্রচার সারলেন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী উত্তর বিধানসাভা কেন্দ্রের প্রার্থী তপন চ্যাটার্জি।খেলা হবে স্লোগান দিয়ে রাস্তার উপর ফুটবল খেলতে খেলতে এবং গরুর গাড়ি নিয়ে চলছে প্রচার।





গরুর গাড়ি-মোষের গাড়ি চালিয়ে, ফুটবল খেলে খেলা হবে স্লোগানে অভিনব ভোট প্রচার তৃণমূলের



প্রতিনিধি সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :- 

গ্যাস ও ডিজেল,পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কলকাতার রাজপথে বৈদ্যুতিক স্কুটি চালিয়ে ছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তর বিধানসভায় অন্য ভূমিকায় দেখা গেল তারই দলের প্রার্থী তপন চ্যাটার্জিকে। কখনো গরুর গাড়িতে তো কখনো আবার মোষের গাড়ি চালিয়ে গ্রামে গ্রামে ঘুরে ভোট প্রচার সারলেন পূর্ব বর্ধমানের কালনার পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তপন চট্টোপাধ্যায়।



প্রচারের সামনে খেলা হবে এমন স্লোগান দিতে দিতে রাস্তায় ফুটবল খেলতে খেলতে এগিয়ে যাচ্ছেন দলীয় কর্মীরা।পূর্ব বর্ধমানের কালনার পূর্বস্থলী মেরতলা চন্ডীপুর থেকে সাজিয়ারা পর্যন্ত রাজ্যের উন্নয়নকে হাতিয়ার করে গ্যাস ও ডিজেল,পেট্রোল এর আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে কখনো গরুর গাড়িতে চেপে,কখনো মোষের গাড়িতে চেপে নিজেই চালিয়ে নিজের বিধানসভার গ্রামে গ্রামে ঘুরে ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন কালনার পূর্বস্থলী উত্তর বিধানসভার তৃণমূল প্রার্থী তপন চট্টোর্জী। 


পাশাপাশি সামনে উৎসাহী কর্মীরা ফুটবল পায়ে খেলা হবে স্লোগান দিতে দিতে রাস্তায় ফুটবল খেলতে খেলতে এগিয়ে যান।ওই প্রচারকে কেন্দ্র করে,দলীয় কর্মীদের মনে ব্যাপক উৎসাহ দেখা গেছে। ,এদিন তপনবাবু জানান পেট্রল ডিজেল সহ রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির জন্যই পেট্রোলের গাড়িতে চেপে প্রচার করা দুঃসাধ্য হয়ে পড়েছে।তাই গরুর গাড়িতে করে প্রচার করলাম ।. পাশাপাশি কর্মীদের খেলার প্রসঙ্গ টেনে বলেন ভোট ঘোষনা হয়ে গেছে তো অবশ্যই খেলা হবে।