সোনার দোকান থেকে লক্ষাধিক টাকা চুরি, ধরা পড়ল সিসিটিভি ক‍্যামেরায় 



সোনার দোকানের শাটার ভেঙ্গে লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা, সম্পূর্ণ ঘটনা ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায় 


ময়নাগুড়িঃ 


সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের হেলাপাকড়ি বাজারে । গতকাল রাত প্রায় একটা পঞ্চান্ন নাগাদ একটি সোনার দোকানের শাটার ভেঙ্গে ভেতরে ঢোকে দুজন দুষ্কৃতী , এবং পরে দোকানে ঢুকে লকার ভেঙে চালায় লুটপাট । সম্পূর্ণ ঘটনাটি ধরা পড়ে দোকানের ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরায় । 




দোকানের মালিক জানান , মঙ্গলবার সকালে দোকানের মালিকের কাছে স্থানীয়রা ফোন করে ঘটনা বললে ছুটে আসেন তিনি । এবং এসে দেখেন খোলা রয়েছে দোকানের শাটার। পরবর্তীতে খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানার পুলিশকে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি জেলা ডিএসপি ক্রাইম বিক্রমজীত লামা , ময়নাগুড়ি থানার আইসি ভূষণ ছেত্রী সহ বিরাট পুলিশ বাহিনী।



দোকানের মালিকের বক্তব্য অনুযায়ী তিন থেকে চার লাখ টাকার সোনা সহ অন্যান্য রত্ন ছিল । পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ অনুযায়ী ঘটনার তদন্ত শুরু করা হয়েছে । খুব শীঘ্রই পাকড়াও হতে পারে অপরাধীরা।