ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু দুই ব্যক্তির



পূর্ব বর্ধমানের গুসকরা এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই ব্যক্তির।মৃত দুই ব্যক্তির নাম দিলীপ বাউরী বয়স ৫০,অতনু মন্ডল বয়স ৫৬ বছর। বাড়ি বর্ধমানের আউস গ্ৰামের ভাল্কি গ্ৰামে।




স্থানীয় সূত্রে জানা গেছে বর্ধমান ভায়া গলসী রুটে একটি যাত্রীবোঝাই বাস অভিরামপুরে দিকে যাচ্ছিলো। ওই সময় অভিরামপুর প্রেটল পাম্প থেকে বাইক নিয়ে বেড়াচ্ছিল দিলীপ ও অতুন। হঠাৎই যাত্রী বোঝাই বাসের সামনে বাইকটি চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে বাইকটিকে। ঘটনাস্থলে মৃত্যু হয় আউষগ্ৰাম ভালকি গ্ৰামের দুই ব্যক্তির। এই ঘটনায় এলাকায় সৃষ্টি হলো উত্তেজনা।



এই ঘটনায় দীর্ঘক্ষণ বন্ধথাকে জান চলাচল।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনা স্থলে আসে পুলিশ বাহিনী। অন্যদিকে গলসী নর্জায় পাথর বোঝাই ডাম্পার উলটে আহতো হলো চালোক ও খালাসী।



স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার সকালে কাইতি থেকে বর্ধমানের দিকে যাচ্ছিলো ডাম্পারটি। নর্জার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ডাম্পার টি। ঘটনায় আহতোহন গাড়ীর চালক ও খালাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ।