বাংলার বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করলো ISF 

রবিবার অবশেষে ২০ আসনের প্রার্থীর নাম জানাল আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট বাজার প্রাক মুহুর্তে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকি এই নতুন দল ঘোষনা করেন। এরপর প্রথম বিধানসভা নির্বাচনে লড়াইয়ের ময়দানে বাম-কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে নেমেছে ISF । ইতিমধ‍্যে বাম ও কংগ্রেসের তরফে বেশ কিছু প্রার্থীর নাম ঘোষনা করা হয়েছে। এবার ISF এর তরফেও ঘোষনা করা হল প্রার্থী। 



দেখে নিন তালিকা: 

রাইপুর মিলন মান্ডি

মহিষাদল বিক্রম চট্টোপাধ্যায়

চন্দ্রকোনা গৌরাঙ্গ দাস

কুলপি সিরাজউদ্দিন গাজি

মন্দিরবাজার ডঃ সঞ্চয় সরকার

জগৎবল্লভপুর অ্যাডভোকেট শেখ সাব্বির আহমেদ

পাঁচলা মহম্মদ জলিল

উলুবেড়িয়া পূর্ব আব্বাসউদ্দিন খান

হরিপাল সিমল সোরেন

খানাকুল ফইজল খান

রানাঘাট উত্তর-পূর্ব দীনেশ চন্দ্র বিশ্বাস

কৃষ্ণগঞ্জ অনুপ মণ্ডল

চাপড়া কাঞ্চন মৈত্র

মেটিয়াবুরুজ নুরুজ্জামান

এন্টালি প্রফেসর ডঃ মহম্মদ ইকবাল আলম

বসিরহাট উত্তর পীরজাদা বাইজিন আমিন

সন্দেশখালি বরুণ মাহাতো

অশোকনগর তাপস চক্রবর্তী

আমডাঙা জামাল উদ্দিন

আসানসোল উত্তর মহম্মদ মোস্তাকিম