বাংলার বিধানসভা নির্বাচনে আরও ৩৪ জন প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস
আজ বাংলার বিধানসভা নির্বাচনে আরও ৩৪ জন প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। এবারের ভোটে বাম ও আইএসএফ -এর জোট বেঁধে লড়াইয়ে নেমেছে কংগ্রেস শিবির। প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করার পর রবিবার রাতের প্রার্থী তালিকাতেও জোর দেওয়া হয়েছে বর্ষীয়ান নেতাদের।
দেখে নিন তালিকা-
সিতাই- কেশবচন্দ্র রায়
তুফানগঞ্জ- রবিন রায়
আলিপুরদুয়ার- দেবপ্রসাদ রায়
জলপাইগুড়ি- ড. সুখবিলাস বর্মা
মাটিগাড়া-নকশালবাড়ি - শংকর মালাকার
ফাঁসিদেওয়া- সুনীলচন্দ্র তিরকে
রায়গঞ্জ- মোহিত সেনগুপ্ত
হরিশচন্দ্রপুর- আলম মোস্তাক
চাঁচল - আসিফ মেহবুব
মালতিপুর- আলবেরুনি জুলকারনইন
মানিকচক- মহ. মোত্তাকিন আলম
মালদহ- ভূপেন্দ্রনাথ হালদার
সুজাপুর- ইশা খান চৌধুরী
ফরাক্কা- মইনুল হক
সুতি- হুমায়ুন রেজা
লালগোলা- আবু হেনা
রানিনগর - ফিরোজা বেগম
বড়ঞা- শিলাদিত্য হালদার
কান্দি- সইফুল আলম খান
ভরতপুর- কমলেশ চট্টোপাধ্যায়
বেলডাঙা - শেখ সফিজ্জুমান
বহরমপুর- মনোজ চক্রবর্তী
ক্যানিং পশ্চিম- প্রতাপ মণ্ডল
বজবজ-শেখ মুজিবর রহমান
হাওড়া মধ্য- পলাশ ভাণ্ডারি
শ্যামপুর- অমিতাভ চক্রবর্তী
আমতা- অসিত মিত্র
উদয়নারায়ণপুর- অলোক কোলে
শ্রীরামপুর- অলোকরঞ্জন বন্দ্যোপাধ্যায়
চাঁপদানি- আবদুল মান্নান
সপ্তগ্রাম- পবিত্র দেব
ধনেখালি -অনির্বাণ সাহা
পুরশুড়া - শ্রীমতী মণিকা মল্লিক ঘোষ
হাসন-মিলটন রশিদ
আগামী ২৭ই মার্চ থেকে রাজ্যে আট দফায় বিধানসভা নির্বাচন। এদিন কংগ্রেসের তরফে যে ৩৪ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে তার মধ্যে তৃতীয় পর্বের জন্য পাঁচ প্রার্থী, চতুর্থ পর্বের জন্য আটজন প্রার্থী, পঞ্চম পর্বে তিনজন প্রার্থী, ষষ্ঠ পর্বের জন্য একজন প্রার্থী, সপ্তম পর্বে সাত প্রার্থী এবং অষ্টম পর্বে নয় জন প্রার্থীর ঘোষণা করেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊