ই-ভোটার কার্ড ডাউনলোড করুন এখন নিমেষেই, জেনে নিন বিস্তারিত 



আপনি কি ই-ভোটার কার্ড পেতে চান? চাইলে দেরি কেন, এখন আপনি আপনার মোবাইল ফোনেই আপনার ভোটার কার্ড ডাউনলোড করে রাখতে পারেন। গত ২৫শে জানুয়ারি থেকে নির্বাচন কমিশন ই-এপিক বা ইলেকট্রনিক ইলেকট্রোরাল ফটো আইডেন্টিটি কার্ড প্রোগ্রাম শুরু করেছে। সেই প্রোগ্রামে পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, পুদুচেরি, তামিলনাড়ু, কেরলের ভোটাররা এই কার্ড ডাউনলোড করতে পারবেন। ই-এপিক কার্ড ওয়েবসাইট থেকে পিডিএফ আকারে ডাউনলোড করে তা ফোনেও যেমন রাখতে পারেন তেমনিই প্রিন্ট করেও নিতে পারেন। যাদের বৈধ এপিক নম্বর আছে এবং গত বছর নভেম্বর-ডিসেম্বর মাসে যে ভোটাররা কার্ডের জন্য় আবেদন করেছিলেন তাঁরা ডাউনলোড করতে পারবেন।




ভোটার পোর্টাল, ভোটার হেল্পলাইন মোবাইল অ্যাপ বা এনভিএসপি (NVSP) থেকে কার্ড ডাউনলোড করা যাবে এই কার্ড।

ভোটার পোর্টাল:


এনভিএসপি (NVSP):


ভোটার হেল্পলাইন মোবাইল অ্যাপ ডাউনলোড:

অ্যান্ড্রয়েড: 


আইফোনের








ই-এপিক ডাউনলোড করার পদ্ধতি

ভোটার পোর্টালে রেজিস্ট্রার বা লগ ইন করতে হবে।

মেনু তে যেতে হবে

এপিক নম্বর বা রেফারেন্স নম্বর দিতে হবে।

রেজিস্ট্রার মোবাইল নম্বরে ওটিপি পাঠাতে হবে।

কেওয়াইসি সম্পূর্ণ করার জন্য মোবাইল নম্বর দিতে হবে।

যদি মোবাইল নম্বর রেজিস্ট্রার করা না থাকে তবে কেওয়াইসি-তে ক্লিক করে তা সম্পূর্ণ করতে হবে।

ভেরিফিকেশন করতে হবে।

ই-এপিকে ক্লিক করে ডাউনলোড করতে হবে।