Latest News

6/recent/ticker-posts

Ad Code

গ্রীষ্মে উষ্ণতা ছড়াচ্ছেন কৃতী, প্রতিক্রিয়া দিলেন অমিতাভ বচ্চনও



গ্রীষ্মে উষ্ণতা ছড়াচ্ছেন কৃতী, প্রতিক্রিয়া দিলেন অমিতাভ বচ্চনও 




গ্রীষ্মে খোলামেলা পোশাকে উত্তাপ আরও বাড়িয়ে দিচ্ছেন বলিউড অভিনেত্রী কৃতী শ্যানন। নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে সেই ছবি সেই শেয়ার করতেই নেট দুনিয়ায় উত্তেজনার পারদ বেড়ে গেছে। গরমকালে একদম পারফেক্ট পোশাক মাল্টি-কালার ট্রেন্ডি পোশাক পরেছেন কৃতী। ছবির ক্যাপশনে কৃতী লিখেছেন,'সালসার জন্য কেউ তৈরি আছো?' সেই ছবি পোস্টের পরেই লাইকের বন্যা বয়ে গেছে। একে একে ভেসে গেছে কমেন্ট বক্স।




সেই ছবিতে কমেন্ট করলেন অমিতাভ বচ্চন। এই ছবিটি দেখে অভিনেত্রীর গুণগ্রাহী প্রশংসা করেছেন নেট বাসীরা। বাদ যাননি অমিতাভ বচ্চনও। কৃতীর ছবিতে কমেন্টে 'ওয়াও' লিখে 'লভ' সাইন দিয়েছেন মেগাস্টার।



গরমের জন্য একেবারে উপযুক্ত পোশাকে আরও একটা ছবি দিয়েছেন কৃতী। কালো পোশাকে পলকা ডট। লিখেছেন,'গ্রীষ্ম আসছে। এখন শুধু ককটেল ও সমুদ্রতটের অপেক্ষা।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code