নজিরবিহীন! প্রত্যেক দফায় প্রায় ১০০০ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী বাংলার ভোটে





২৭শে মার্চ থেকে বাংলায় বিধানসভা নির্বাচন। নজিরবিহীন ভাবে এবারের বিধানসভা নির্বাচন আট দফায় রাজ্যে। এবার আরও এক নজিরবিহীন পদক্ষেপ প্রত্যেক দফায় প্রায় ১০০০ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী থাকবে বাংলার ভোটে। সুষ্ঠু ও অবাধ ভোটের লক্ষ্যে এই সিদ্ধান্ত। বাংলার নির্বাচনকে মডেল নির্বাচন করে তুলতে বদ্ধপরিকর কমিশন। অভিযোগ এলেই যথাযথ ব্যবস্থা, পক্ষপাতিত্ব নয়, ঢিলেমি বা উদাসীনতা নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে স্পষ্ট জানিয়েছিলেন পুলিস পর্যবেক্ষক বিবেক দুবে ও বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক।




এবারের নির্বাচনের প্রত্যেক দফায় প্রায় ১০০০ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রথম দফায় ৭৩২, দ্বিতীয় দফায় ৬৯৭, তৃতীয় দফায় ৬৯৪, চতুর্থ দফায় ৮৯৯, পঞ্চম দফায় ৯৫৫ কোম্পানি ও ষষ্ঠ দফায় ৯৩২, সপ্তম দফায় ৭৬০ এবং অষ্টম দফায় ৭১৫ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। যা এককথায় নজিরবিহীন!




২৭শে মার্চ থেকে বাংলায় নির্বাচন শুরু। নির্বাচনের ফল ঘোষণা হবে ২রা মে। নির্বাচন কমিশন ইতিমধ্যে সকল প্রকার প্রস্তুতি শুরু করে দিয়েছে। রাজ্যে প্রথম দফার সব বুথকে ইতিমধ্যেই স্পর্শকাতর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রথম দফার ভোটগ্রহণ ২৭ মার্চ। প্রথম দফায় পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর (প্রথম ভাগ) ও পশ্চিম মেদিনীপুরের (প্রথম ভাগ)- মোট ৩০টি আসনে হবে নির্বাচন। কমিশনের তরফে জানানো হয়েছে, চতুর্থ দফায় ৮৯৯ কোম্পানি, পঞ্চম দফায় ৯৫৫ কোম্পানি ও ষষ্ঠ দফায় ৯৩২ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। যা নজিরবিহীন!