উত্তরবঙ্গে এবং পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা





আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে।সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।



সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রির আশপাশে। উত্তরবঙ্গে এবং পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও শহর কলকাতায় আবহাওয়া থাকবে আংশিক মেঘলা।



শহরবাসীকে সারা দিন গুমোট গরমে নাজেহাল হতে হবে। আলিপুর আবাহাওয়া দফতরের জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, ঝড়বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের পাহাড়ি দুটো জেলা দার্জিলিং, কালিম্পং ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারেরও ঝড়বৃষ্টি অথবা বর্জ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।



জানা গিয়েছে,ঝাড়খন্ডে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে এই বৃষ্টি হতে পারে। তবে কলকাতার ভাগ্যে শিঁখে ছিঁড়ছে না।



অন্যদিকে বঙ্গোপসাগর জলীয় বাষ্পপূর্ণ হাওয়া ঢুকছে। এই দুয়ের মিলনেই ঝাড়খন্ড লাগোয়া রাজ্যের পশ্চিমের জেলাগুলোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঠান্ডা, শুষ্ক এবং গরম, জলীয় বাতাসের মিলন হচ্ছে বলে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে।