২৯৪ নয়, নয় ২৯১, তৃণমূল বিধানসভায় লড়বে ২৯০ আসন, কেন?
বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট বেজে গিয়েছে। আট দফায় এবার রাজ্যজুড়ে নির্বাচন। ২৭শে মার্চ থেকেই শুরু হচ্ছে নির্বাচন। আগমী ২রা মে হবে ভোট গণনা। ইতিমধ্যে রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী। চূড়ান্ত প্রস্তুতি চলছে। প্রথম দফায় নির্বাচনের মনোয়ন জমা দেওয়া হয়ে গিয়েছে। দলগুলি জোর কদমে চালিয়ে যাচ্ছে প্রচার। তবে, ২৯৪ নয়, নয় ২৯১, তৃণমূল বিধানসভায় লড়বে ২৯০ আসন।
পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট আসন ২৯৪। প্রার্থী তালিকা প্রকাশের দিন রাজ্য শাসকদল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো প্রেস কনফারেন্স করে প্রার্থী তালিকা প্রকাশ করেন। সেদিনেই তিনি জানিয়ে দেন পাহাড়ের তিনটি আসনে প্রার্থী দেবে না তৃণমূল। সেখানে বন্ধুরাই প্রার্থী দেবেন। ফলে ২৯৪ টি আসনের মধ্যে তিনটি বাদ দিলে ২৯১টি আসনে লড়াই করবে তৃণমূল কংগ্রেস। এদিকে আরো একটি আসনে লড়তে পারবে না তৃণমূল। পুরুলিয়ার জয়পুর বিধানসভা কেন্দ্রে ভোটে দাড়াতে পারেনি তৃণমূল।
জয়পুর আসনের প্রার্থী ছিলেন উজ্জ্বল কুমার।৯ মার্চ ঝালদার মহকুমাশাসকের দফতরে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেছিলেন তৃণমূল প্রার্থী। বুধবার স্ক্রুটিনিতে তারিখ ভুল থাকায় বাতিল করে দেয় কমিশন। স্ক্রুটিনির তারিখ পেরিয়ে যাওয়ার পর কমিশনের ওয়েবসাইটে দেখা যায়, তাঁর প্রার্থীপদ বাতিল। এনিয়ে মামলা হয় আদালতে। সিঙ্গল বেঞ্চ মনোনয়ন জমা দেওয়ার নির্দেশ দিলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পাল্টা চ্যালেঞ্জ করে কমিশন। কমিশনের তরফে সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে মনোয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে। এর ফলে একটি আসনে লড়তে পারবে না তৃণমূলের।
২৯১টি আসনের মধ্যে জয়পুরে প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় তৃণমূলকে লড়তে হবে ২৯০টি আসন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊