টুম্পার পর এবার লুঙ্গি ডান্স-র নতুন প্যারোডিতে লাল ফেরাও
বিধানসভা নির্বাচন ঘিরে উন্মাদনা তুঙ্গে। ইতিমধ্যে জোর প্রচার শুরু হয়ে গিয়েছে। তবে এবারের বিধানসভা নির্বাচনে গানের ছড়াছড়ি। এর আগে বামেদের সুপারহিট হয়েছিল টুম্পার প্যারোডি। এবার নিয়ে এল লুঙ্গি ডান্সের প্যারোডি। 'লুঙ্গি ডান্স'-এর প্যারোডিতে 'হাল ফেরাও লাল ফেরাও'গানে ফের এবার যুব সমাজের মন ছোঁয়ার চেষ্টা করল সিপিআইএম।
দলবদল নয়, বরং দিন বদলের বার্তা দিচ্ছে সিপিআইএম। বামেদের ব্রিগেডের আগে 'টুম্পা সোনা' গানে লাল ফেরাও নেট দুনিয়ায় ভাইরাল হয়। এরপর, এবার তরুণদের মন ছোয়ায় লুঙ্গি ডান্স। এবারের নির্বাচনে তারুণ্যের জয়গান গেয়ে সৃজন, প্রতীক উর, মীনাক্ষি, শতরূপদের প্রার্থী করেছে। এবার মোদী-দিদিকে বিঁধতে এল আরও একটা প্যারোডি। 'লুঙ্গি ডান্সে'র তালে 'হাল ফেরাও লাল ফেরাও।'
গানের প্রথম লাইন থেকে সারদা, কয়লা-কাণ্ড, ভাইপোসহ বিভিন্ন ইস্যুতে রাজ্য শাসকদল তৃণমূলকে একহাত নেওয়া হয়েছে। বাদ যায়নি বিজেপি-ও। রেল এবং বীমার বেসরকারিকরণ, গ্যাসের দাম বৃদ্ধির প্রসঙ্গ টেনে এনেছে নতুন প্যারোডিতে। কার্টুনের মাধ্যমে এই প্যারোডির ভিডিয়ো তৈরি করা হয়েছে। জানা যাচ্ছে কার্টুন ছবি এঁকেছেন শিল্পী তৌসিফ হক।
দেখে নেওয়া যাক সেই প্যারোডি:
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊