দেশের যে কোন প্রান্ত থেকে মিলবে রেশন- চালু হলো Mera Ration mobile app
ভারত সরকারের পক্ষ থেকে 'এক জাতি এক রেশন কার্ড' প্রকল্পে গতকাল মেরা রেশন মোবাইল অ্যাপ [Mera Ration mobile app] -এর সূচনা করা হয়েছে। কেন্দ্রীয় খাদ্য এবং গণবণ্টন বিভাগের সচিব সুধাংশু পান্ডে গতকাল নতুন দিল্লিতে এই অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
রেশন বন্টনের ক্ষেত্রে এক যুগান্তকারি পরিবর্তন ঘটাবে এই অ্যাপ, এমনটাই মনে করা হচ্ছে। এই অ্যাপটি রেশন গ্রাহকদের প্রভূত সহায়তা করবে।
এই উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে পান্ডে জানান, "প্রাথমিকভাবে চারটি রাজ্যে ২০১৯-এর আগস্টে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। এরপর খুব স্বল্প সময়ের মধ্যে ৩২টি রাজ্যে ২০২০-র ডিসেম্বরের মধ্যে করা হয়। বাকি চারটি রাজ্য আসাম, ছত্রিশগড়, দিল্লি এবং পশ্চিমবঙ্গে আশা করা যায় যে, আগামী কয়েক মাসের মধ্যে তা শুরু করা যাবে। বর্তমানে এই প্রকল্পের আওতায় ৬৯ কোটি রেশন গ্রাহককে অন্তর্ভুক্ত করা হয়েছে।"
এক জাতি এক রেশন কার্ড জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় আনা হয়েছে। যার ফলে রেশন গ্রাহকরা বিশেষ করে পরিযায়ী গ্রাহকরা দেশের সর্বত্র ন্যায্য মূল্যের রেশন দোকান থেকে খাদ্য শস্য সংগ্রহ করতে পারবেন।
Key highlights of the system
One of its kind Beneficiary Centric initiative in the Country.
A technology and data driven system for nation-wide portability of ration cards under NFSA.
Empowering NFSA Migrants with seamless food-security, anywhere in the Country.
Ration card details and entitlements are available online on any ePoS device in the country.
Includes both inter-State and intra-State (inter-district/intradistrict) portability of ration cards.
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊