সারদা কাণ্ডে মদন মিত্রকে তলব ED-র!



ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইডি বিধানসভা নির্বাচনের আগে ফের একবার তৃণমূল নেতা মদন মিত্রকে তলব করল৷ আগামী ১৮ মার্চ ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে কামারহাটির তৃণমূল প্রার্থীকে৷





এ দিনই আরও এক তৃণমূল নেতা সমীর চক্রবর্তী সারদা কাণ্ডে ইডি দফতরে হাজিরা দেন৷ দিন কয়েক আগে আর এক তৃণমূল নেতা কুণাল ঘোষকেও হাজিরা দিতে হয় ইডি দফতরে৷




প্রসঙ্গত,সারদা কাণ্ডে জেল থেকে জামিনে মুক্ত হওয়ার পরেও একাধিকবার ইডি এবং সিবিআই মদন মিত্রকে তলব করেছে৷ প্রত্যেকবারই হাজিরা দিয়েছেন তৃণমূল নেতা৷ এবার প্রার্থী হওয়ার পর ফের নির্বাচনের আগে ইডি তাঁকে তলব করায় বিষয়টি অন্য মাত্রা পেল৷ কারণ তৃণমূল বার বারই অভিযোগ করেছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে৷




উল্লেখ্য, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের সময় সারদা কাণ্ডে গ্রেফতার হয়ে জেলবন্দি ছিলেন মদন মিত্র৷মদনকে শেষ পর্যন্ত কামারহাটি কেন্দ্র থেকেই সিপিএমের মানস মুখোপাধ্যায়ের কাছে হারতে হয়েছিল৷