ভারত-ই পথ দেখালো বিশ্বকে! সেরামের ভ‍্যাকসিন সারা বিশ্বে বন্টনে অনুমতি WHO -র 





করোনা সংক্রমণে বিধ্বস্ত বিশ্বে ভ‍্যাকসিন একমাত্র ভরসা। ইতিমধ‍্যে ভারত সরকার দুটি ভ‍্যাকসিন প্রয়োগে অনুমোদন দিয়েছে। একটি কোভিশিল্ড অপরটি কোভ‍্যাকসিন। এবার বিশ্ব স্বাস্থ‍্য সংস্থা এর তরফে সেরাম ইন্সটিটিউট অফ ইণ্ডিয়ার কোভিশিল্ড ভ‍্যাকসিনকে সারা বিশ্বে জরুরীভিত্তিতে বন্টনের অনুমতি দিয়েছে। কোভ্যাক্স কর্মসূচিতে এই ছাড়পত্র দেওয়া হয়েছে।




বিশ্ব স্বাস্থ‍্য সংস্থার তরফে জানানো হয়েছে ২ কোটি ভ্যাকসিন সারা বিশ্বের একাধিক দেশে সিরাম বণ্টন করবে। ফেব্রুয়ারি মাসের শেষে কোভ্যাক্স দেশগুলিতে পাঠানো হবে। এমনটাই জানা যাচ্ছে। সিরাম কর্তা পুনাওয়ালা আগেই জানিয়েছেন, ৫ কোটি ভ্যাকসিন রাখা হবে দেশবাসীর জন্য। বিশ্বের ৫০ থেকে ৬০ শতাংশ দেশ ভারতের তৈরি ভ্যাকসিন পাবে। গরিব এবং পিছিয়ে পড়া দেশগুলির জন্য টিকার প্রতি ডোজ ভারতীয় মুদ্রায় ২০০ টাকার বেশি রাখা হবে না এমনটাই জানিয়েছিলেন তিনি। 




গত ১৬ই জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হয়েছে কোভিড ভ‍্যাকসিন টীকাকরণ। প্রথম দফায় চিকিৎসক- স্বাস্থ‍্যকর্মীদের দেওয়া হয় ভ‍্যাকসিন। ইতিমধ‍্যে বিশ্বের একাধিক দেশে এই ভ‍্যাকসিনের আমদানি শুরু হয়েছে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার প্রস্তুতকারক সংস্থা সিরাম ইনস্টিটিউট থেকে ২০ লক্ষ ভ্য়াকসিন আমদানি করছে তারা। ব্রাজিল ও বাংলাদেশেও আমদানি হয়েছে এই ভ‍্যাকসিন।