একাধিক দাবি নিয়ে কোচবিহারে কর্মীসভা নস‍্যসেখ উন্নয়ন পরিষদের 



উত্তরবঙ্গের আট জেলায় লক্ষ লক্ষ নস্যশেখ মুসলিম সম্প্রদায়ের বাস। এই সম্প্রদায় উত্তরবঙ্গের আদি জনজাতি গুলির মধ্যে অন্যতম। রাজবংশী সম্প্রদায় যেমন 29 শতাংশ তেমনি নস্যশেখ মুসলিম সম্প্রদায় 28 শতাংশ রয়েছে । বর্তমান রাজ্য সরকার বিভিন্ন জনজাতিকে উন্নয়নের স্বার্থে ডেভলপমেন্ট বোর্ড দিয়েছে কিন্তু এই নস্যশেখ জনজাতি এখনো পর্যন্ত কোন ডেভলপমেন্ট বোর্ড পায়নি। ইতিমধ্যেই রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী গত ২০২০ সালের ডিসেম্বরের ১৬ তারিখ রাসমেলা ময়দানে কর্মীসভায় নস্যশেখ উন্নয়ন বোর্ডের ব্যাপারে আশার বাণী শোনান। 




নস্যশেখ জনজাতির দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনরত সবচেয়ে বড় সংগঠন নস্যশেখ উন্নয়ন পরিষদ । এই সংগঠনটি হাজার হাজার মানুষকে সাথে নিয়ে দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন রকম আন্দোলন করছে এবং করে যাচ্ছে। ইতিমধ্যেই নস্যশেখ মুসলিম সম্প্রদায়ের থেকে নারায়নী পুলিশ রেজিমেন্টে 30% নিয়োগের প্রতিশ্রুতি রাজ্য সরকারের তরফ থেকে পাওয়া গেছে। পুরোনো ভোটার লিস্টের প্রতিলিপি ইতিমধ্যেই অনলাইন করেছে রাজ্য সরকার এবং কামতাপুরী ভাষায় পঠন-পাঠন চালুর ব্যাপারে রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। 



উপরিক্ত দাবিগুলো পূরণ হলেও প্রধান দুই দাবি নস্যশেখ জনজাতির জন্য পৃথক উন্নয়ন বোর্ড ও এই জনজাতিকে ভূমিপুত্র স্বীকৃতির দাবি রাজ্য সরকার এ পর্যন্ত পূরণ করেনি। নস্যশেখ উন্নয়ন পরিষদ এখনো আশা করে রাজ্য সরকার মানবিক দিক দিয়ে বিচার করে নির্বাচনের আগেই উন্নয়ন বোর্ডের ঘোষণা দেবে। ইতিমধ্যে সংবাদমাধ্যমের মাধ্যমে জানা গেছে রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল নির্বাচনী ইশতেহারে নস্যশেখ উন্নয়ন বোর্ডের বিষয়টি রাখবে। আজ ১৬/২/২০২১ ইং কোচবিহার ১ নং ব্লকের ফলিমারী গ্রাম পঞ্চায়েতের এলাজানের কুঠি মাদ্রাসা প্রাঙ্গণে নস্যশেখ উন্নয়ন পরিষদের কোচবিহার ১ নং ব্লক কমিটির কর্মীসভা সম্পন্ন হয়। 



কর্মীসভায় কোচবিহার ১ নং ব্লকের ব্লক কমিটির সদস্যরা ও প্রত্যেক অঞ্চলের অঞ্চল কমিটির এক্সিকিউটিভ কমিটি সদস্যরা উপস্থিত হয়। নস্যশেখ উন্নয়ন পরিষদের কোচবিহার ১ নং ব্লক কমিটির মধ্যে সংযোজন ও বিয়োজন করে ব্লক কমিটি ঢেলে সাজানো হয়। আজকের কর্মীসভায় সভাপতিত্ব করেন ব্লক কমিটির সভাপতি মোবারক হোসেন। কর্মী সভায় আলোচনার বিষয়বস্তুর উপর আলোকপাত মূলক বক্তব্য রাখেন ব্লক কমিটির সম্পাদক আইনজীবী মনিরুজ্জামান ব্যাপারী। 




এই কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য তথা জেলা কমিটির সহ-সম্পাদক কাউসার আলম বেপারী। কাওসার আলম ব্যাপারী তার বক্তব্যে বলেন, 'আমরা আশাবাদী নির্বাচন ঘোষণার আগেই রাজ্য সরকার আমাদের উন্নয়ন বোর্ড দেবেন। নির্বাচন ঘোষনা পর্যন্ত আমরা অপেক্ষা করব।এরপর ভোট ঘোষণা হওয়া না হওয়ার উপর আলোচনা করে সংগঠনের কেন্দ্রীয় কমিটি যে সিদ্ধান্ত ঘোষণা করবে সে হিসাবে আন্দোলনের রূপরেখা তৈরি করে আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়া হবে'।


 
অতিথি বক্তা হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফলিমারী অঞ্চলের তৃণমূল কংগ্রেস এর চেয়ারম্যান শিশির ঈশোর। তিনি তার বক্তব্যে বলেন, 'আমি রাজবংশী সম্প্রদায়ের হলেও মনে প্রাণে চাই নস্যশেখ মুসলিম সম্প্রদায়ের দাবিদাওয়াগুলো পূরণ হোক। আমাদের এলাকায় নস্যশেখ উন্নয়ন পরিষদের যে কোনো প্রোগ্রাম হলেই আমি সফল করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করব। রাজবংশী ও নস্যশেখ সকলেই ভাই-ভাই, আমরা সকলেই মিলেমিশে থাকতে চাই'।



এছাড়াও বক্তব্য রাখেন জাকির হোসেন, মোবারক হোসেন সহ অন্যান্যরা। আজকের কর্মীসভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন ব্লক কমিটির অডিটর হান্নান রশিদ। কর্মী সভা সফল করার লক্ষ্যে সার্বিক দায়িত্বে ছিলেন শাহানুর হোসেন (টোটন), খুরশিদ আলম, রহিম হোসেন ও আবু আলেদার সহ অন্যান্যরা।