প্রকাশিত হলো ২০১৪ টেট পাশ এবং প্রশিক্ষিত প্রার্থীদের প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগের MERIT LIST

STATE WIDE FIRST MERIT LIST (VACANCY WISE,MEDIUM WISE,CATEGORY WISE) OF TET 2014 QUALIFIED AND TRAINED CANDIDATES.





প্রাথমিকে শিক্ষক নিয়োগে অবশেষে প্রার্থীদের ধৈর্যের অবসান। প্রাইমারি শিক্ষক নিয়োগ বোর্ড টেট ২০১৪ সালের প্রথম স্তরের ফলাফল ঘোষনা করেছে। 




শূন্যপদের সংখ্যা ১৬,৫০০ হলেও আপাতত ১৫,২৮৪ জনের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। বাকি ১,২১৬ টি শূন্যপদের কোন মেধাতালিকা প্রকাশ করা হয়নি। মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়ের ঘোষনা অনুযায়ী প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে অবশেষে সোমবার রাতে মেরিট প্রকাশ করা হল। 



বাকি যে ১,২১৬ টি শূন্যপদ ফাঁকা রয়েছে সেবিষয়ে পর্ষদের তরফে জানানো হয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশের ভিত্তিতে যারা অফলাইনে আবেদন জমা করেছিলেন, তাঁদের তালিকা এখনও প্রকাশ হয়নি। বাড়তি নম্বর দিলে অফলাইনে আবেদনকারীদের মধ্যে ৭৩৮ জন প্রার্থী ২০১৪ সালে টেটে উত্তীর্ণ হতে পারেন।  কলকাতা হাইকোর্টের বিচারাধীন থাকায় তা মেধাতালিকায অন্তর্ভুক্ত করা হয়নি।  আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ পুলিশে মাধ্যমিক পাশ যোগ্যতায় NVF কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি 


মেরিট লিস্ট দেখতে www.wbbpe.org  অথবা http://wbbprimaryeducation.org এই লিঙ্কে ক্লিক করে ৯ ডিজিটের Roll No দিয়ে সাবমিট করতে হবে। অথবা সরাসরি ক্লিক করুন নীচের লিঙ্কে-

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ