আলুর ন্যায্য মূল্যের দাবীতে এ ডি ও অফিসে স্মারকলিপি প্রদান

আলুর ন্যায্য মূল্যের দাবীতে  এ ডি ও অফিসে স্মারকলিপি প্রদান



জয়ন্ত বর্মন, ধূপগুড়িঃ

সোমবার সকালে সারা ভারতকৃষক সভার পক্ষ থেকে আলুর ন্যায্য মূল্যের দাবীতে  এ ডি ও অফিসে স্মারকলিপি প্রদান করা হয়।


তাদের দাবি যে, রাজ্য সরকারকে মূলত কৃষকের কাছ থেকে আলু ক্রয় করতে হবে এবং এম এস পি ১১০০ টাকা কুন্টাল ঘোষণা করতে হবে। 


এদিকে সারা ভারত কৃষক সভার সম্পাদক প্রাণগোপাল ভাওয়াল বলেন যে কৃষকদের আলু চাষ করতে অনেক টাকা খরচ হয়েছে। ১প্যাকেট আলুর দাম ৫০০০,৬০০০,৭০০০ করে কিন্তু এখন আলু উঠছে তার মুল্য ৪ থেকে ৫ টাকা করে কেজি কিন্তু আমাদের সরকারের কোনো হেলদোল নেই কিন্তু কেরেলাতে ২০০০ টাকা করে কুইন্টাল প্রতি কৃষকের কাছ থেকে আলু কিনছে। তাই আমি সরকারের কাছে আবেদন করছি  আমাদের সরকার কৃষকদের কাছ থেকে ১১০০ টাকা সহায়ক মুল্য করে আলু কিনতে হবে। 


তিনি আরো বলেন যে প্রতিবছর হিমঘরে আলু রাখার জন্য প্রকৃত কৃষকরা বন্ড পায়না আমরা এই জন্য এডিও সাহেব এর কাছে  আরও অন্যান্য দাবি-দাওয়া নিয়ে  স্মারকলিপি প্রদান করলাম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ