শিক্ষক নিয়োগের প্রথম স্তরের পরীক্ষার ফল প্রকাশ সোমবার সন্ধ্যায়। সাঁওতালি মাধ্যমে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম স্তরের শিক্ষকদের বাছাই পরীক্ষা ২০২০ লিখিত পরীক্ষার ফল সোমবার সন্ধ্যায় প্রকাশিত হয়। প্রার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন। সাঁওতালি মাধ্যমে সহকারী শিক্ষক নিয়োগের জন্য গত ২৮, ২৯ ই জানুয়ারী ও ২ এবং ৩ই ফেব্রুয়ারি ২০২১ তারিখে পরীক্ষা নেওয়া হয়েছিল সেই পরীক্ষার ফল প্রকাশ হলো।
সোমবার সন্ধ্যায় ফলাফল / মেধা ভিত্তিক প্যানেল কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com এ প্রকাশ করা হয়েছে। বাঁকুড়া,পুরুলিয়া, ঝাড়গ্রাম,বীরভূমের বেশ কিছু অংশে সাঁওতালি স্কুলে প্রায় পাচশো শূন্যপদে নিয়োগ করা হবে বলেই শিক্ষাদপ্তর সূত্রে জানা গেছে। সাঁওতালি মাধ্যমে স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের জন্য নয়া শিক্ষক নিয়োগের বিধিও জারি করা হয়েছে।
প্রার্থীরা ফল দেখতে ভিজিট করুন:
www.westbengalssc.com
এরপর View Merit Based Panel in c/w 1st State Level Teachers´ Selection Test (SLTST), 2020 (For Santhali medium of schools only) এ ক্লিক করুন
এরপর তথ্য দিয়ে আপনি মেরিট জানতে পারবেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊