বন্ধ হতে চলেছে ‘সৌদামিনীর সংসার’!




জি বাংলায় দেখা যায় ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'।শোনা যাচ্ছে ,১২ ফেব্রুয়ারি শেষ সম্প্রচার ‘সৌদামিনীর সংসার’ ধারাবাহিকের। 


সূত্রের পাওয়া খবর অনুযায়ী, এই ধারাবাহিক চ্যানেলের সিদ্ধান্তেই বন্ধ হচ্ছে। ৪ ফেব্রুয়ারি এর শুটিং শেষ হয়ে গিয়েছে। শেষ সম্প্রচার হবে ১২ ফেব্রুয়ারি।





এই ধারাবাহিকে দেখা যাচ্ছে, সৌদামিনী সম্মানিত হয় পরিবারের কাছে এবং প্রশাসনের কাছে। সে কোন্দল বাড়িকে হাসি মজায় ভরিয়ে তুলতে সক্ষম হয়েছে।


চ্যানেল কর্তৃপক্ষ শেষ শুটিঙের চারদিন আগে নিজেদের সিদ্ধান্ত জানায়। আর তাতে ভেঙে পড়ে ইউনিটের সকলে। স্বভাবতই মন খারাপ হয় সকলের। বেশ ভালই জমে উঠেছিল এই ধারাবাহিক। সিরিয়াস ইস্যু এবং কমেডি দুয়ের মিশেলে জনপ্রিয় ছিল ধারাবাহিকটি।




উল্লেখ্য, কদিন আগেই হঠাৎ করে এই চ্যানেলে বন্ধ হয় ‘ফিরকি’। কারণ হিসেবে জানানো হয়, ট্রান্সজেন্ডারদের পর্দায় দেখলেই লোকে নাকি চ্যানেল ঘুরিয়ে দিচ্ছে। এই নিয়ে বহু প্রতিবাদী পোস্ট সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলেও ফেরত আসেনি এই ধারাবাহিক।


তবে সূত্রের খবর অনুযায়ী, টিআরপি কমে যাওয়ার কারণেই বন্ধ হচ্ছে 'সৌদামিনীর সংসার'।