স্কুল খুলতেই এই রাজ্যে করোনা আক্রান্ত দশম শ্রেণির ১৯২ জন পড়ুয়া!



মারন করোনা ভাইরাসের দাপট দেশজুড়ে অব্যাহত রয়েছে। সুস্থতার হার বাড়লেও আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। 




কেরালায় এহেন পরিস্থিতির মধ্যেই করোনা সঙ্কট কাটিয়ে সদ্য খুলেছে স্কুল।১ জানুয়ারি থেকে স্কুলে দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয় তার দিন কয়েকের মধ্যেই করোনার কবলে কেরলের দু’টি স্কুলের দশম শ্রেণির ১৯২ জন ছাত্র। ১ ফেব্রুয়ারি তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। মালাপ্পুরম জেলার এই ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন।




জানা গিয়েছে,দুটি স্কুল থেকে ৭২ জন শিক্ষক-অশিক্ষক কর্মীরও করোনা পজিটিভ। 


এখনও পর্যন্ত ৯ লক্ষ ৬৮ হাজার ৪৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন কেরলে। ৩ হাজার ৮৬৭ জনের মৃত্যু হয়েছে কেরলে।