তৃণমূলে যোগ মালদহের মিম নেতা-কর্মীদের!
বর্তমান শাসকদল অর্থাৎ তৃণমূল মুখ্যমন্ত্রীর সফরের আগেই মালদহে দলের সংগঠনকে গুছিয়ে নিচ্ছে।রাজনৈতিক বিশ্লষকদের মতে, মালদহের মিম নেতা সাবির আহমেদ তৃণমূলে যোগ দেওয়ায় দলের সংগঠনের ভিত অনেকটাই মজবুত হবে।
মালদহ টাউন হলে অনুষ্ঠিত যোগদান কর্মসূচিতে মিম নেতা সাবির আহমেদ ছাড়াও তৃণমূলে যোগ দেন মিমের কয়েকশো কর্মী-সমর্থক। মিম ছেড়ে আসা নেতা-কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের মালদহ জেলা সভাপতি মৌসম বেনজির নূর, মালদহ জেলা তৃণমূলের চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
জেলা সভাপতি মৌসম বেনজির নূর তৃণমূলে যোগ দেওয়ার পরেই সাবির আহমেদকে মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক পদ দেওয়া হচ্ছে বলে জানান।
তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে মিম নেতা-কর্মীরা জানান, রাজ্যে বিজেপির উত্থান ঠেকাতে মমতা ব্যানার্জির নেতৃত্বে উন্নয়নের কাজে সামিল হতেই তাঁরা তৃণমূলে এসেছেন। সংখ্যালঘু ভোট যাতে ভাগ না হয় সেই বিষয়কে মাথায় রেখেই মিম নেতা-কর্মীদের তৃণমূলে আনা হচ্ছে বলে মত রাজনৈতিক মহলের।
মালদহ জেলার আসনগুলিতে জেতার বিষয়ে আত্মবিশ্বাসী জেলার তৃণমূল নেতৃত্ব।তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বিজেপির বাড়বাড়ন্ত ঠেকাতে দলের সংগঠনকে শক্তিশালী করতে বদ্ধপরিকর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊