7000mAh-র দুর্দান্ত ফিচার নিয়ে ভারতে লঞ্চ হল Samsung Galaxy F62

 



7000mAh-র দুর্দান্ত ফিচার নিয়ে ভারতে লঞ্চ হল Samsung Galaxy F62




Samsung নিয়ে এল নয়া স্মার্টফোন Samsung Galaxy F62 । দীর্ঘ অপেক্ষার পর এই ফোন লঞ্চ হল ভারতে। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে স্যামসাং অনলাইন স্টোর, ফ্লিপকার্ট, রিলায়েন্স ডিজিটাল ও বাছাই জিয়ো স্টোর থেকে ক্রয় করা যাবে এই ফোন। এই ফোনের দুই রকমের ভ্যারিয়েন্টে। 6 GB র‌্যাম ও 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্ট ও 12 GB র‌্যাম ও 128 GB ইন্টারন্যাল স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে।



6 GB র‌্যাম ও 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা

8 GB র‌্যাম ও 128 GB ইন্টারন্যাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৫,৯৯৯ টাকা

আইসিআইসিআই ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ডে কিনলে ইনস্ট্যান্ট ২,৫০০ টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে।

এই ফোনের ডিসপ্লে ৬.৭ ইঞ্চি সুপার OMLED ডিসপ্লে।

ফোনটি অ্যান্ড্রয়েজ ১১ অপারেটিং সিস্টেমে কাজ করবে।



পারফরম্যান্সের জন্য এতে ৭ ন্যানোমিটার প্রোসেস টেকনোলজি যুক্ত Exynos 9825 প্রোসেসর ব্যবহার করা হয়েছে।

কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।

৬৪ মেগাপিক্সেল প্রাইমারি, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে।

ফ্রন্ট প্যানেলে পাঞ্চ-হোল কাট-আউট ডিজাইন দেওয়া হয়েছে।

পাওয়ারের জন্য ফোনে রয়েছে 7000mAh-র বড় ও শক্তিশালী ব্যাটারি।

সবুজ, ধূসর ও নীল-এই তিনটি রঙে পাওয়া যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ