IPL -এর আসন্ন মরশুমে নাম বদলাচ্ছে প্রীতির কিংস এলেভেন পাঞ্জাব
আইপিএলের আসন্ন মরশুমে নাম বদলাচ্ছে প্রীতির কিংস এলেভেন পাঞ্জাব। মোহিত বর্মণ, নেস ওয়াদিয়া, প্রীতি জিন্টা ও করণ পালের যৌথ মালিকানায় থাকা আইপিএল-এর অন্যতম একটি দল কিংস এলেভেন পাঞ্জাব। বিসিসিআই সূত্রেই সংবাদ সংস্থা পিটিআই জানতে পেরেছে যে, নাম বদলানোর পরিকল্পনা দীর্ঘদিনের। যা আসন্ন মরশুমের আগেই বাস্তবায়িত হচ্ছে।
১৩ বছরের আইপিএলের ইতিহাসে চ্যাম্পিয়ন হতে পারেনি কিংস ইলেভেন পঞ্জাব, একবার রানার্স ও একবার তৃতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে। তবে এবার নাম পরিবর্তন করে কতটা জ্বলে ওঠে পাঞ্জাব শিবির সেটাই দেখার অপেক্ষায় ক্রীড়ামহল। তবে নাম পালটে কি নাম হচ্ছে সে বিষয়ে এখনও কোনও কিছু জানা যায়নি।
প্রসঙ্গত, গত আইপিএল করোনা সংক্রমণের জেরে আরব আমির শাহীর মাটিতে অনুষ্ঠিত হলেও এবছরের আইপিএল দেশের মাটিতেই হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে আইপিএল এর নিলাম পর্বের ঘণ্টা বেজে গিয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊