এবার রেল রোকো কর্মসূচী আন্দোলনকারী কৃষকদের
কেন্দ্রের প্রণীত নতুন কৃষি আইনের বিরোধীতায় দিল্লীর সীমান্তে চলছে আন্দোলন। একে একে একাধিক আলোচনার পর সমাধান হয়নি কৃষক আন্দোলন। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ সেই কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছে। সেই নয়া তিন কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে কৃষকরা। দেশের জাতীয় সড়কগুলোয় ‘চাক্কা জ্যাম’-এর পর এবার দেশে চার ঘণ্টার জন্য ‘রেল রোকো’ কর্মসূচি পালন করবেন আন্দোলনকারী কৃষকরা।
আগামী ১৮ ফেব্রুয়ারি, বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এই কর্মসূচি গ্রহণ করা হবে। ফলে স্বভাবতই এর প্রভাব পড়তে চলেছে রেল পরিষেবায়। আন্দোলনকারী কৃষক সংগঠনগুলোর অন্যতম সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে, “আগামী ১৮ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত দেশজু়ড়ে ‘রেল রোকো’ কর্মসূচি পালন করবেন আন্দোলনকারী কৃষকরা।”
১২ ফেব্রুয়ারি থেকে রাজস্থানের টোল গুলিতে টোল সংগ্রহেও বাধা দেওয়ার কথা জানানো হয়েছে। এর আগে চলতি মাসেই দেশের বিভিন্ন জাতীয় সড়কে তিন ঘণ্টার পথ অবরোধ করেছিলেন আন্দোলনকারী কৃষকরা। তবে উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে এই কর্মসূচি গ্রহণ করা হয়নি। এর পাশাপাশি ১৪ ও ১৬ই ফেব্রুয়ারিতেও রয়েছে কর্মসূচি। ১৪ই ফেব্রুয়ারী পুলওয়ামায় শহিদ সিআরপিএফ জওয়ানদের উদ্দেশে মোমবাতি মিছিলেও অংশ নেবেন এবং ১৬ ফেব্রুয়ারি কৃষক নেতা স্যার ছোটু রামের জন্মবার্ষিকীতেও কর্মসূচিতে অংশ নেবেন তারা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊