Latest News

6/recent/ticker-posts

Ad Code

ওয়েব দুনিয়ায় এবার প্রবেশ করছেন জয়া আহসান




ওয়েব দুনিয়ায় এবার প্রবেশ করছেন জয়া আহসান 




OTT প্ল্যাটফর্মের চাহিদা এই মুহূর্তে তুঙ্গে। বিশেষ করে যদি হয় ওয়েব সিরিজ। যাতে নেটিজেনরা বেশি আকৃষ্ট বলেই জানা যাচ্ছে। এবার সেই বাংলা OTT প্ল্যাটফর্মের প্রবেশ করতে চলেছেন আর এক তারকা জয়া আহসানকে। পঞ্চাশের মন্বন্তরের প্রেক্ষাপটে লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘বিপদ’ অবলম্বনে অভিনেতা-পরিচালক চিত্রভানু বসুর নতুন ছবি ‘হিপ্পিক্স’-এর মুখ্য ভূমিকায় দেখা যাবে জয়া আহসানকে।




জয়া ছাড়াও নতুন এই ছবিতে অন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সব্যসাচী চক্রবর্তী । খিদের জ্বালায় গ্রামের একটি মেয়ের খাবার চুরি। ৩০ জানুয়ারি ‘হিপ্পিক্স’ ওয়েব প্ল্যাটফর্মের লঞ্চ হয়েছে। জয়া আহসান এবং ঋতুপর্ণা সেনগুপ্ত উপস্থিতিতে এই অনুষ্ঠান হয়। ‘হিপ্পিক্স’-এর টাইটেল ট্র‌্যাক অভিনব ভাবে তুলে ধরে ১০টি ভিন্ন ভিন্ন ভাষায় গাওয়া হয়েছে ট্র‌্যাক। সংগীত পরিচালনায় দিব্যেন্দু মুখোপাধ্যায় গেয়েছেন দুই বোন অ্যানি এবং আতর মুখোপাধ্যায়।




আরও নতুন সিরিজও এই নতুন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে। এই হিপিক্স হইচই-সহ অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মগুলির সাথে কতটা প্রতিযোগিতা করতে সক্ষম হবে তা এখনও দেখার বিষয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code