অত্যাধুনিক ক্যামেরা, অক্টা কোর প্রসেসর নিয়ে বাজারে এল Nokia 3.4
ভারতীয় বাজারে এল নোকিয়া ৩.৪। ধূসর, চারকোল রঙে পাওয়া যাচ্ছে নোকিয়ার নতুন এই ফোন। নোকিয়ার নিজস্ব ওয়বসাইট, অ্যামাজন, ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে।
৬.৩৯ ইঞ্চি এইচ প্লাস ডিসপ্লে
৭২০*১৫৬০ পিক্সেল রিজোলিউশন
২.০ জিএইজেড (2.0GHz) অক্টা কোর প্রসেসর
৪৬০ স্ন্যাপড্রাগন প্রসেসর
র্যাম ৪ জিবি
স্টোরেজ ৬৪ জিবি
তিনটি ক্যামেরা রয়েছে এই ফোনে
১৩এমপি, ৫এমপি এবং ২এমপি ডেপ্থ সেন্সর
৫১২ জিবি পর্যন্ত এক্সটার্নাল স্টোরেজ ব্যবহার করা যাবে
১৮এমপি সেলফি ক্যামেরা আছে
4,000mAh ব্যাটারি
সংস্থা জানিয়েছে, ফোনের দাম ১১ হাজার ৯৯৯ টাকা।
এই ফোন কেনার সময় রয়েছে বিশেষ অফার। জিও গ্রাহকরা ৪ হাজার টাকা পর্যন্ত বিশেষ সুবিধা পাবেন । ৩৪৯ টাকা দিয়ে প্রিপেইড রিসার্জ করলে পাওয়া যাবে ২ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। পাশাপাশি জিও-র পার্টনার এমন সংস্থার থেকে পাওয়া যাবে ২ হাজার টাকা পর্যন্ত ভাউচার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊